কালিয়াকৈরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের জামালপুর চার রাস্তা এলাকায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সিয়াম (১৫) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।৬ এপ্রিল রোববার সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় বাসিন্দারা সিয়ামকে আটক করে পুলিশে খবর দেয়।কালিয়াকৈর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) যুবায়ের আহমেদ জানান, শিশুটিকে প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযুক্ত কিশোরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।ভুক্তভোগী শিশুর মা অভিযোগ করেন, দুপুরে সিয়াম তার শিশুকন্যাকে ফুঁসলিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সন্দেহ হয় এবং পরে বিষয়টি প্রকাশ পায়।