• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই শ্রাবণ ১৪৩২ দুপুর ০১:৩২:৩৯ (29-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই শ্রাবণ ১৪৩২ দুপুর ০১:৩২:৩৯ (29-Jul-2025)
  • - ৩৩° সে:

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. রকিবুল হাসান (১৭) নামে এক কিশোরকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিবালয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত কিশোরের বাবা।৮ জুন রোববার দুপুরে রকিবুলের বাবা মো. মিজানুর রহমান বাদী হয়ে একজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দাখিল করেন।অভিযোগ সূত্রে জানা যায়, শিবালয় উপজেলার পশ্চিম ঢাকী জোড়া গ্রামের রকিবুল হাসান শনিবার (৭ জুন) বিকেলে মুনাইল ঈদগাহ এলাকায় ঘুরতে গেলে জনিকালসা গ্রামের মাসুম (১৮) এর সঙ্গে তার কথাকাটাকাটি হয়। স্থানীয়রা বিষয়টি মীমাংসা করলেও সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে রকিবুল বাড়ি ফেরার পথে বিলনালী মোড় এলাকায় মাসুম ও তার সঙ্গে থাকা কয়েকজন যুবক তার পথরোধ করে। এ সময় মাসুম হাতে থাকা ধারালো চাইনিজ কুড়াল দিয়ে রকিবুলের মাথায় কোপ মারলে তা ঘাড়ে লাগে এবং তিনি গুরুতর আহত হন। পরে তাকে এলোপাথাড়ি মারধর করা হয়।আহত রকিবুল জানান, মাসুম ও তার দলবল নেশাগ্রস্ত অবস্থায় আমাকে অতর্কিতে কুপিয়ে আহত করে। প্রাণে বাঁচতে দৌড়ে গিয়ে একটি বাড়িতে আশ্রয় নিই। সেখানকার এক নারী আমাকে ঘরে নিয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে। যাওয়ার সময় হামলাকারীরা হুমকি দিয়ে বলে— ‘আজ বেঁচে গেলি, সামনে তোকে মেরে ফেলবো।’ আমি চরম আতঙ্কে আছি।পরিবারের সদস্যরা রকিবুলকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। তার ঘাড়ে পাঁচটি সেলাই পড়েছে বলে জানান চিকিৎসকরা।রকিবুলের বাবা মো. মিজানুর বলেন, তুচ্ছ কারণে আমার ছেলেকে খুন করার চেষ্টা করা হয়েছে। সবার হাতে দেশীয় অস্ত্র ছিল। এটি পরিকল্পিত হত্যাচেষ্টা। আমি ন্যায়বিচার চাই।এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, “অভিযোগ পেয়েছি। ঘটনার সঙ্গে জড়িত সবাই কিশোর। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।