গলাচিপায় দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন ও র্যালি
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দিবসটির শুরু হয়। পরে গলাচিপা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজন ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সজল দাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, সদস্য মো. হারুন অর রশিদ প্রমুখ।সভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম এ মান্নান।বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, সাধারণ মানুষসহ সকলে সমন্বিতভাবে কাজ করলে দুর্নীতি অনেকটা কমিয়ে আনা সম্ভব।এ সময় দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ব্যাংক কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।সভা শেষে ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ প্রতিপাদ্য নিয়ে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পাঁচজন নারীকে ‘অদম্য নারী’ সম্মাননা প্রদান করা হয়।