• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ ভোর ০৫:১১:২৯ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ ভোর ০৫:১১:২৯ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আশুলিয়ায় ব্যবসায়ী কাজিমুদ্দিন হত্যার মূলহোতা গ্রেফতার

৯ ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৯:১০:২৬

আশুলিয়ায় ব্যবসায়ী কাজিমুদ্দিন হত্যার মূলহোতা গ্রেফতার

সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় ডেইরি ফার্ম ব্যবসায়ী ও পল্লীবিদ্যুৎ সমিতির ঠিকাদার কাজিমুদ্দিনকে গলা কেটে হত্যার ঘটনায় মূলহোতা আব্দুল লতিফকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব।

৯ ফেব্রুয়ারি শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান। 

এর আগে, বৃহস্পতিবার তাকে আশুলিয়া থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুল লতিফ নিহত কাজিমুদ্দিনের বড় ভাই মৃত আলী মোহাম্মদ খানের ছেলে। লতিফের বাবা মারা যাওয়ার পর থেকেই দীর্ঘদিন যাবত তার চাচাদের সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা লেগেই থাকত।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি রাতে ভুক্তভোগী তার বাড়ির পাশের ডেইরি ফার্মে বিশ্রাম নিচ্ছিলেন। সেদিনও ভুক্তভোগী ও লতিফের মধ্যে সম্পত্তির ভাগাভাগি নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে লতিফ উত্তেজিত হয়ে রুমে থাকা বটি দিয়ে ভুক্তভোগীর গলায় কোপ দিয়ে হত্যা করে। পরে ৭ ফেব্রুয়ারি সকালে নিহতের স্ত্রী সেই ঘরের দরজার তালা খুলে ভেতরে ঢুকে বিছানার ওপরে স্বামীর মরদেহ দেখতে পান। এ সময় নিহতের গলায় ধারালো অস্ত্রের জখম ছিল। পুলিশকে অবহিত করলে তারা এসে মরদেহ উদ্ধার করে। পরে অজ্ঞাতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন নিহতের স্ত্রী।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, গত নির্বাচনে অন্য প্রার্থীর সমর্থকদের সাথে তার বাকবিতণ্ডা হয়েছিল। এমনকি নির্বাচনে কাজিমুদ্দিনের সমর্থিত প্রার্থী হারার পরে তাকে এ নিয়ে লজ্জা দেয়া হয়েছিল। তার পরিবারের লোকজনও বিষয়টি জানতো। নিহতের স্বজন ও স্থানীয় কিছু ব্যক্তিবর্গ হত্যাকাণ্ডটি নির্বাচন পরবর্তী সহিংসতা বলে ধারণা করে। পরে বিভিন্ন গণমাধ্যমে এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড বলে খবর প্রকাশিত হয়।

তিনি আরও বলেন, এছাড়া তার আপন ভাতিজা এমন হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে কোনো ধারণা তাদের ছিল না। তাই প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ডকে নির্বাচনী সহিংসতা মনে করেছিল তার পরিবার। হত্যাকাণ্ডের এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ