রাণীশংকৈলে নার্সিং অধিদফতরের মহাপরিচালকের পদত্যাগের দাবিতে মানববন্ধন
ঠাকুরগাঁও প্রতিনিধি: নার্সদের নিয়ে কটূক্তি করায় নার্সিংও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সকল নার্সিং কর্মকর্তাবৃন্দ। ১৪ সেপ্টেম্বর শনিবার সকালে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।এসময় বক্তারা বলেন, নার্সিং একটি মহৎ পেশা। বিগত সরকার নার্সিং অধিদফতরে আমলাদের বসিয়ে নার্সদের অসম্মান করেছে। নার্সিং অধিদফতরের প্রতিটি পদে নার্সদের সুযোগ দিতে হবে। প্রতিটি হাসপাতালে রোগীদের চেয়ে নার্সের সংখ্যা বেশি থাকে। রোগীদের স্বার্থে তারা দিন-রাত সেবা দিয়ে থাকে। তাই নার্সদের অসম্মান করা উচিত নয়। এছাড়াও নার্সদের নিয়ে কটূক্তি করায় মাকসুরা নূরের দ্রুত পদত্যাগ দাবি করে বক্তারা।মানববন্ধনে জেলার রাণীশংকৈলে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং কর্মকর্তা, কর্মচারী ও ইন্টার্ন নার্স উপস্থিত ছিলেন।