ঠাকুরগাঁওয়ের আশ্রয়ণ প্রকল্পের ভূমিহীনদের র্যালি ও মানববন্ধন
ঠাকুরগাঁও প্রতিনিধি: খাসপুকুর পাড়ে বসবাসরত আবাসন গৃহায়ন প্রকল্পের পরিবারের নামে সেই খাস পুকুর গুলো প্রদান ও প্রকৃত ভূমিহীন গৃহহীনদের বাছাই করে খাস জমি বন্দোবস্তের দাবিতে র্যালি,মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সরকারি আশ্রয়ণ প্রকল্প ও গুচ্ছ গ্রামের ভূমিহীনরা।১৯ মার্চ রোববার বিকেলে রাণীশংকৈল উপজেলা পরিষদের সামনে সরকারি আশ্রয়ণ প্রকল্পের আওতাধীন পুকুর পাড়ে বসবাসরত ভূমিহীন গুচ্ছ গ্রাম সমবায় সমিতির আয়োজনে এই র্যালি ও মানববন্ধন করা হয়।মানববন্ধনে বক্তব্য দেন রানীশংকৈল উপজেলা ভূমিহীন সমিতির সভাপতি কবিরাজ মর্মু, উত্তরগাও মানিকাদীঘি শাপলা সমবায় সমিতির সভাপতি নওশাদ আলী, পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলা জনসংগঠনের সাধারণ সম্পাদক হরিমোহন রায়, ভূমিহীন সমিতির সহ- সভাপতি মানিক হোসেন, হাজেরা দীঘির সভাপতি তবারক আলী, হারিয়া ভূমিহীন সমিতির সদস্য রহমান মিয়া প্রমুখ।মানববন্ধনে বক্তারা দাবি করেন, পুকুর পাড়ে বসবাসরত ভূমিহীন ও গৃহীনদের নামে পুকুর প্রদান ও ইজারার তালিকা বাতিলসহ খাস জমি সমূহ ভূমিদস্যুদের নিকট হতে সরকারিভাবে উদ্ধার করে প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত করা হয়।ঘণ্টা ব্যাপী এই মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।