• ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ বিকাল ০৩:০৩:৪১ (27-Jul-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ বিকাল ০৩:০৩:৪১ (27-Jul-2024)
  • - ৩৩° সে:

৬ষ্ঠ বিএডি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ একাডেমি অফ ড্রামাটোলজি (বি.এ.ডি) আয়োজিত ৬ষ্ঠ বিএডি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুলাই বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।বিএডি’র সভাপতি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা.শহীদুল্লাহ সিকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএডি’র সেক্রেটারি জেনারেল ডা. মো. সাইফুল ইসলাম ভূঁইয়া।তিনদিন ব্যাপী ৬ষ্ঠ বিএডি আন্তর্জাতিক সেমিনারে দেশি-বিদেশি চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার, চিকিৎসা বিজ্ঞানী ও মেডিকেল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।বিএডি’র সভাপতি অধ্যাপক ডা.শহীদুল্লাহ সিকদার জানিয়েছেন, তিনদিন ব্যাপী সেমিনারের বেশ কয়েকটি সেশন অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিন ১৬ জুলাই ওয়ার্কশপের মধ্য দিয়ে প্রথম অধিবেশন শুরু হয়েছে। আজ ১৭ জুলাই সকাল ৮ টা থেকে বিশেষজ্ঞ চিকিৎসকগণ গবেষণাপত্র উপস্থাপন করছে। আগামীকাল ১৮ জুলাই গবেষণাপত্র উপস্থাপন ও গ্রুপ মিটিংয়ের মধ্য দিয়ে সমাপনী হবে।অধ্যাপক ডা.শহীদুল্লাহ সিকদার আরও বলেন, তিনদিন ব্যাপী এই আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করেছেন ওয়ার্ল্ড হেলথ একাডেমি-ড্রামাটোলজি’র প্রেসিডেন্ট প্রফেসর ডা. টরেল্লো এম. লোত্তি (ইতালী), ভারতীয় অধ্যাপক ডা. সমেশ গুপ্ত, অধ্যাপক ডাক্তার দেবেনদ্র প্রসাদ, ডা. অঙ্কুর জিন্দাল, ডা  সামপিয়া সামির মুখার্জী, স্পেনের বিশেষজ্ঞ ডাক্তার সেরজিও ভ্যানো গ্যালভান, সিঙ্গাপুরের প্রফেসর ডা. নিশান সুইয়ান চানদ্রান, অস্ট্রেলিয়ার নাগরিক, গ্লোবাল এডভোকেসির নির্বাহী ভাই প্রেসিডেন্ট ফিওনা উয়ার্ডম্যান এবং বাংলাদেশের চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকগণ ও বৈজ্ঞানিক গবেষকবৃন্দ।অধ্যাপক ডা.শহীদুল্লাহ সিকদার বলেন, এই সেমিনারে উপস্থাপিত গবেষণাপত্র, আলোচনা, ওয়ার্কশপ বাংলাদেশে ড্রামাটোলজি চিকিৎসার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে এবং বিশ্ব চিকিৎসা বিজ্ঞানে অবদান রাখবে।উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি দেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্ব নষ্ট করতে ষড়যন্ত্র করে যাচ্ছে, সম্মিলিতভাবে স্বাধীনতা বিরোধীদের প্রতিরোধ করতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রগতি এগিয়ে নিতে হবে।বিশেষ অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক বলেন, বিউটিফিকেশন নিয়ে  যে প্রতিযোগিতা, তা বিলিয়ন টাকার মার্কেট, সুন্দর্য প্রতিযোগিতার যে বাজার তৈরি হয়েছে, সেখানে চিকিৎসার প্রয়োজনীয়তার থেকে অপ্রয়োজনীয় চর্চা বেশি হচ্ছে। স্কিন চিকিৎসার যথাযথ উন্নয়ন করা গেলে দেশে স্বল্প খরচে উন্নত বিউটিফিকেশন করা সম্ভব। বর্তমানে বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও চিকিৎসার উন্নতি হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে রোবটিক ট্রান্সপ্যালান্ট নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করবো আমরা। যাতে আরও সূক্ষভাবে হিয়ার প্লান্ট করা যাবে। ফলে যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করার জন্য বিদেশে যাচ্ছে, তারা বাংলাদেশই উন্নত সেবা পাবে, ফলে দেশের জিডিপি বৃদ্ধি পাবে।সভাপতির বক্তব্যে ডা. শহীদুল্লাহ সিকদার বলেন, মাথার চুল থেকে হাতের নখ পর্যন্ত ড্রামাটলজির অংশ, মানুষের সুন্দর্য বর্ধিতকরণে কসমেটিক ড্রামাটলজির সম্ভাবনা অনেক। বিশেষত ইয়াং ড্রামাটলজি ডাক্তারদের সম্ভাবনাময় ক্যারিয়ার গড়ে উঠবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় রোবটিক্স হেয়ার ট্রান্সপ্লান্ট প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করায় বিএসএমএমইউ ভিসিকে তিনি ধন্যবাদ জানান। দেশের প্রত্যন্ত অঞ্চলের গরিব চর্মরোগীদের চিকিৎসার জন্য চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারদের মানবিক আহ্বান জানান।বিশিষ্ট চর্মরোগ প্যাথলজিস্ট বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ কামাল কে আজীবন সম্মাননা প্রদান করে বাংলাদেশ একাডেমি অফ ড্রামাটলজি। ইন্টারন্যাশনাল লিগ ড্রামাটলজি পক্ষ থেকে অধ্যাপক ডা.শহীদুল্লাহ সিকদারকে এশিয়া অঞ্চলে ড্রামাটলজি চিকিৎসায় মানবিক অবদার রাখায় ‘হিউম্যানেট্রিয়ান ড্রামাটলজিস্ট’ পুরস্কারে ভূষিত করা হয়।