স্বাস্থ্যখাত উন্নয়নে চীন ১৩৮ মিলিয়ন ডলার দেবে: স্বাস্থ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের স্বাস্থ্যখাত উন্নয়নের জন্য চীন ১৩৮ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ২০ এপ্রিল রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ইউনান শিক্ষা ও স্বাস্থ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা জানান তিনি।নূরজাহান বেগম বলেন, চীনের জন্য স্বাস্থ্যখাতের ভালো বাজার হতে পারে বাংলাদেশ। কোভিডের সময়ে সবচেয়ে বেশি টিকা চীন থেকে কিনেছে বাংলাদেশ। ঢাকার ধামরাইয়ে পক্ষাঘাতগ্রস্তদের জন্য একটি হাসপাতাল করতে সম্মত হয়েছে চীন। এছাড়া, একটি এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল তৈরি নিয়েও আলোচনা চলছে।স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ড. ইউনূসের চীন সফর সফল হয়েছে বলে জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত। অদূর ভবিষ্যতে বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য সহজেই চীনে যেতে পারবে।