মহাদেবপুরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী ও দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।১৭ জানুয়ারি শনিবার সকাল ১১টায় উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল আজিজ সুমনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম।তিনি বলেন, যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা কখনো সফল হবে না। আগামী দিনে দেশকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নেতৃত্ব উপহার দিতে সবাইকে সচেতন হতে হবে।সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ–৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মো. মাহফুজুর রহমান।তিনি বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে সমাজের সব স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেবল সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্বই দেশকে কল্যাণের পথে পরিচালিত করতে পারে। এ জন্য জামায়াতে ইসলামীর সর্বস্তরের কর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ–৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর আলম ও নওগাঁ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাসিরুদ্দিন।এ সময় শ্রমিক কল্যাণ ফেডারেশনের নওগাঁ জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম ফারুক, উপজেলা নায়েবে আমীর রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আরিফ উদ্দিন মোল্লাসহ উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের কর্মী ও দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।