• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই বৈশাখ ১৪৩১ দুপুর ০২:১৩:৫৯ (28-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১৫ই বৈশাখ ১৪৩১ দুপুর ০২:১৩:৫৯ (28-Apr-2024)
  • - ৩৩° সে:

বিজয়নগরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের নিদারাবাদ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান মো. আজমলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। ৮ এপ্রিল অভিভাবকের পক্ষে মোহাম্মদ হারুন মিয়া ও আল-আমিন বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন।অভিযোগ সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক আব্দুল হান্নান মো. আজমল দায়িত্ব গ্রহণের পর থেকে নানা অনিয়ম করে যাচ্ছেন। ২০২৩-২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে সরকারি নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত ২১০০ টাকা জন প্রতি আদায় করন। এছাড়াও বিদ্যালয়ের বিভিন্ন অর্থ আত্মসাৎ, নিম্নমানের বই কোম্পানির সাথে চুক্তি করে ছাত্র-ছাত্রীদের খরিদ করতে বাধ্য করাসহ প্রতিবন্ধীদের জন্য অনুদানের ৫ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাছাড়াও একই ব্যক্তিকে বারবার সভাপতি বানানোর মাধ্যমে যাবতীয় অনিয়মের কাজ সম্পাদন করেন ওই শিক্ষক। বর্তমান কমিটির মেয়াদ ২০২৪ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কমিটি গঠনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।এ বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল হান্নান মো. আজমল বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রদান করা হয়েছে।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক জানান, অভিযোগ পেয়েছি এবং মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান