• ঢাকা
  • |
  • শনিবার ১লা অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৯:০০:২৮ (15-Nov-2025)
  • - ৩৩° সে:

ব্রাহ্মণবাড়িয়ায় বাইক কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: জমকালো আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে আন্তঃউপজেলা ‘বাইক কাপ’ ক্রিকেট টুর্নামেন্ট সিজন-২।১৫ নভেম্বর শনিবার উদ্বোধনী ম্যাচে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ও ভৈরব উপজেলা মুখোমুখি হয়। পাওয়ার অফ ইউনিটির উদ্যোগে আয়োজিত এবারের প্রতিযোগিতায় মোট ৩২টি দল অংশগ্রহণ করছে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ও পাওয়ার অফ ইউনিটি ব্রাহ্মণবাড়িয়ার প্রধান উপদেষ্টা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৈমুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আব্দুল মতিন সেলিম।এদিন প্রথমে ব্যাট করে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্ধারিত ১৫ ওভারে ২২৩ রানের বিশাল লক্ষ্য দেয়। জবাবে ভৈরব উপজেলা ১৫ ওভারে ১৯২ রানে থামে। ফলে ৩০ রানের জয়ে টুর্নামেন্টে শুভসূচনা করে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা দল।ম্যাচে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন সদর উপজেলার খেলোয়াড় সজল। তিনি ব্যাট হাতে ৪১ রান এবং বোলিংয়ে ২টি উইকেট শিকার করেন।টুর্নামেন্ট সফল করতে সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করছেন ব্রাহ্মণবাড়িয়া স্পোর্টসের চেয়ারম্যান মাহফুজুর রহমান মাহফুজ। তার উদ্যোগে দেশ-বিদেশের হাজারো দর্শক ঘরে বসে খেলা উপভোগ করার সুযোগ পাচ্ছেন। খেলাধুলাকে গ্রাম ও শহরে ফিরিয়ে আনা এবং তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে কাজ করছেন তৈমুর ও মাহফুজ।এ ছাড়া সহযোগিতায় ছিলেন মানিক রওশন। খেলা পরিচালনার দায়িত্বে রয়েছেন পাওয়ার অফ ইউনিটি ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক শেখ আশিকুর রহমান পিয়াস ও সদস্য সচিব মো. তারেক।