• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৪ঠা অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৯:৫২:২০ (18-Nov-2025)
  • - ৩৩° সে:

নবীনগরে সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের তিনবারের সাবেক চেয়ারম্যান আবদুর রউফ (৬৫) এবং শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ওরফে ধনু মেম্বারকে (৭৫) পুলিশ গ্রেফতার করেছে।১৫ নভেম্বর শনিবার রাত আনুমানিক ১০টার দিকে রউফ চেয়ারম্যানকে এবং রাত পৌনে ১টার দিকে ধনু মেম্বারকে গ্রেফতার করা হয়েছে।  জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক বলেন, ‘দুজনের গ্রেফতারের বিষয়টিই সত্য। তবে কী অভিযোগে তারা গ্রেফতার হয়েছেন, তার বিস্তারিত তথ্য পরে আপনাদের জানানো হবে।’এদিকে সর্বশেষ খবরে রাত ২টায় নবীনগর সদরে বসবাসরত দন্ত চিকিৎসক দস্তগীর আলম জানান, তার বড় ভাই উপজেলার শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রাম্য চিকিৎসক আবু জাফর জামালকে (৬০) পুলিশ তাদের গ্রামের বাড়ি থেকে আটক করে নিয়ে গেছে।