• ঢাকা
  • |
  • রবিবার ৩১শে ভাদ্র ১৪৩১ রাত ১১:৩৪:০০ (15-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৩১শে ভাদ্র ১৪৩১ রাত ১১:৩৪:০০ (15-Sep-2024)
  • - ৩৩° সে:

মতলব দক্ষিণে স্বামী-স্ত্রী ভাইস চেয়ারম্যান প্রার্থী

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. শাহ আলম খান। এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে মনোনয়নপত্র দাখিল করেছেন তার স্ত্রী ফাতেমা আক্তার।১৫ এপ্রিল সোমবার এ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নির্বাচন রিটার্নিং কর্মকর্তার কাছে তারা পৃথকভাবে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।উপজেলা নির্বাচন কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং স্থানীয় সূত্র বিষয়টির সত্যতা নিশ্চিত করে।স্থানীয় সূত্র জানায়, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন উপজেলার উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহআলম খান এবং তার স্ত্রী ফাতেমা আক্তারও এ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে  মনোনয়নপত্র দাখিল করেন। ফাতেমা আক্তার উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা ও ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।মো. শাহ আলম খান বলেন, ভোটের মাঠে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। নিরপেক্ষ নির্বাচন হলে তিনি জয়ী হবেন।ফাতেমা আক্তার বলেন, তার স্বামীর নির্বাচন স্বামী করবেন। আর তাঁর (ফাতেমা) নির্বাচন তিনি করবেন। বিষয়টি যার যার ব্যক্তিগত বিষয়। নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন ফাতেমা আক্তার।মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে এবার চেয়ারম্যান পদে ৪ জন ও ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১০ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। 

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান