• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই চৈত্র ১৪২৯ দুপুর ০১:০২:০৪ (24-Mar-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও

দুই দশক ধরে ভোট বঞ্চিত ৫০ হাজার ভোটার

সুমন আহমেদ, (চাঁদপুর)  মতলব প্রতিনিধি: চাঁদপুরের মতলব দক্ষিণে নারায়ণপুর ইউনিয়ন ও নারায়ণপুর পৌরসভা নিয়ে পক্ষ-বিপক্ষের দায়ের করা মামলায় আলোর মুখ দেখছে না নারায়ণপুরবাসীরা। নারায়ণপুর শুধু নামেই পৌরসভা। শুধু তাই নয়, স্থানীয় নির্বাচনে দীর্ঘ দুই দশক ভোট বঞ্চিত সাধারণ মানুষ। এই সমস্যা নিরসন করে ভোট দিতে চান তারা।জানা যায়, ২০১০ সালে নারায়ণপুর ইউনিয়নটিকে পৌরসভা ঘোষণা করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়। একই বছর ১৫ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় নারায়ণপুর পৌরসভা গেজেট প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে পৌরসভার বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট আবেদন করেন নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার। এরপর থেকেই ঝুলে আছে নির্বাচন। যদিও সাধারণ মানুষ চায় সকল সমস্যার অবসান ঘটিয়ে দ্রুত নির্বাচন দেয়া হোক।পাশাপাশি ইউনিয়ন নয়, পৌরসভার পক্ষে মত দিয়েছেন সচেতন মহল। বিষয়টি হাইকোর্টের সিদ্ধান্ত বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন স্থানীয় চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদারের।এদিকে মামলা জটিলতা নিরসন হলেই নির্বাচন প্রক্রিয়ায় যাওয়া যাবে বলে জানান নির্বাচন কর্মকর্তা মো. আবু জাহের ভূঁইয়া।উল্লেখ্য, ৯.২ বর্গ কিলোমিটার এ পৌরসভার প্রায় ৫০ হাজার জনগণ নিজের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করার জোর দাবি জানিয়ে আসছেন ২০ বছর ধরে। 



দর্শনীয় স্থান

  • NO Data Found


মতামত


জেলার ইতিহাস

No History found

ASIAN TV