• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই আশ্বিন ১৪৩০ সকাল ১১:৩৪:০০ (02-Oct-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১৭ই আশ্বিন ১৪৩০ সকাল ১১:৩৪:০০ (02-Oct-2023)
  • - ৩৩° সে:

মতলবে ডেঙ্গুর প্রকোপ

মতলব (চাঁদপুর) উত্তর প্রতিনিধি: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় গত ৭ দিনে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। ১৩ জুলাই বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে গিয়ে দেখা যায় এখন পর্যন্ত সেখান থেকে প্রায় ১৫ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।  বৃহস্পতিবার দুপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হেয়ছেন, নিহা আক্তার (১৭), আসমা আক্তার (৩০), বশির আহম্মেদ (৩২) ও মো. তৌফিক (২৬) নামে ৪ জন রোগী। তাঁদের বাড়ি উপজেলা সদর ও আশপাশের এলাকায়।স্থানীয় স্বাস্থ্য বিভাগ সূত্র জানা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ৫ দিনে মোট ১০ জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। ১৩ জুলাই বৃহস্পতিবার আরও ৫ জন রোগী নতুন করে ভর্তি হয়েছেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ মো. মুহিবুল্লাহ বলেন, গত ৭ দিনে হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীরা তুলনামূল বেশি ভর্তি হচ্ছেন। আক্রান্ত ব্যক্তিদের প্যারাসিটামল ট্যাবলেট, তরল খাবার এবং বিশেষ ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দেয়া হচ্ছে। তার আগে রক্ত পরীক্ষার মাধ্যমে ডেঙ্গু জ্বরে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। এক্ষেত্রে জ্বরে আক্রান্ত হওয়ার ২৪ ঘন্টার মধ্যে রক্ত পরীক্ষার মাধ্যমে ডেঙ্গু ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা প্রয়োজন।দিন দিন ডেঙ্গু রোগী বৃদ্ধি পাওয়ায় জনসাধারণের মধ্যে আতংক বিরাজ করছে। স্থানীয় অনেকের সাথেই কথা বলে জানা যায়, এডিস মশা নিধনে দ্রুত সময়ে মধ্যে ব্যবস্থা গ্রহণ না করলে ডেঙ্গু ভয়াবহ আকার ধারন করতে পারে। এ বিষয়ে পৌর মেয়রের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয়রা।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান



ASIAN TV