• ঢাকা
  • |
  • রবিবার ৩১শে ভাদ্র ১৪৩১ রাত ১০:৪০:১০ (15-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৩১শে ভাদ্র ১৪৩১ রাত ১০:৪০:১০ (15-Sep-2024)
  • - ৩৩° সে:

ঢাবি ছাত্র ইউনিয়নের যুগ্ম-আহবায়ক ছুরিকাঘাতে আহত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-আহবায়ক এনামুল হাসান অনয় (২২) ছুরিকাঘাতে আহত হয়েছেন।২৫ জুলাই বৃহস্পতিবার রাত ৯টার দিকে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের নিমতলী এলাকায় গৌরীপুর গণপাঠাগারের সামনে দুর্বৃত্তরা তার ওপর হামলা করে।এনামুল হাসান অনয় জানান, ১০-১৫ জন এসে প্রথমে কিল-ঘুসি ও লাথি মারে, একজন লাঠি নিয়েও পেটায়। এ সময় দৌড়ে পালানোর চেষ্টাকালে পিছন দিক থেকে ছুরিকাঘাত করে।অনয় গৌরীপুর পৌর শহরের কলাবাগান মহল্লার হুমায়ুন কবীরের পুত্র। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তিনি গৌরীপুর উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি হিসাবেও ইতোপূর্বে দায়িত্ব পালন করেন।গৌরীপুর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শামীম আক্তার নোমান জানান, অনয়ের ডানহাতের কনুর নিচে ১টি ও ডানপিঠের উপরে ২টি আঘাতের চিহ্ন রয়েছে।গৌরীপুর থানার ওসি মো. হাসান আল মামুন জানান, এখন পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেব।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান