• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১০:৩৮:৪১ (07-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৩শে অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১০:৩৮:৪১ (07-Dec-2024)
  • - ৩৩° সে:

কুমারখালী‌তে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে গরু ছিনতাই

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালী‌তে গরু বোঝাই চলন্ত পিকআপ গাড়িতে প্রথমে ইট নিক্ষেপ, পরে চালক ও গরুর মালিকের চোখে মরিচের গুড়া ছিটিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৫টি গরু ছিনতাই করা হয়েছে। এসময় তাদেরকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মারধরও করা হয়।৪ ডিসেম্বর বুধবার রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের চাপড়া ইউনিয়নের দবিরমোল্লা গেট এলাকায় এ ঘটনা ঘটে।ভুক্তভোগী গরু মা‌লিক রিপন শেখ (২৯) ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন চকিঘাটা এলাকার মৃত ইলিয়াস শেখের ছেলে। গাড়ি চালক ফারুক হোসেন (৫২) জয়পুরহাট জেলার কাশিয়াবাড়ি এলাকার মৃত আবু মোতালেবের ছেলে। তারা কুমারখালী থানা পুলিশের হেফাজতে রয়েছেন।৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে থানায় গিয়ে দেখা যায়, পিকআপ গাড়িটি থানা চত্বরে রাখা রয়েছে। গরুর মালিক ও চালককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।গাড়ি চালক ফারুক হোসেন বলেন, জয়পুরহাট থেকে পাঁচটি গরু ও গরুর মালিককে নিয়ে ফরিদপুরে যাচ্ছিলাম। পথিমধ্যে দবিরমোল্লা গেট সংলগ্ন বালুর মাঠ এলাকায় পৌঁছালে একটি বড় পিকআপ গাড়ি আমার গাড়ির গতিরোধ করে। অজ্ঞাত ৭-৮ জন পিকআপের সামনের গ্লাসে ইট মারে। এরপর আমার চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে সড়কের নিচে নিয়ে মারধর করে। চোখে কিছু দেখা যাচ্ছিল না। এরপর প্রায় পাঁচ-সাত মিনিট পরে চোখ খুলে দেখি ওদের হাতে বড় চাকু। ওরা খুব দ্রুত আরেকটি বড় নীল রঙের পিকআপ গাড়িতে গরু গুলো তুলে নিয়ে কুষ্টিয়া শহরের দিকে চলে যায়।ভুক্তভোগী গরুর মালিক রিপন শেখ বলেন, আমি ভ্যান চালায় এবং পুরাতন ফার্নিচারে রঙ করার কাজ করি। পাশাপাশি বাড়িতে ছোট গরুর খামার করেছি। একটি এনজিও থেকে চার লাখ টাকা ঋণ নিয়েছি এবং অনলাইনে ভিডিও দে‌খে গরু পছন্দ করে জয়পুরহা‌টে গে‌ছিলাম। সেখান থে‌কে ৩ লাখ ২০ হাজার টাকায় ৫টি গরু কিনে পিকআপ গাড়ি ভাড়া করে ফরিদপুরে যাচ্ছিলাম। গরু গুলো ত্রিপল দিয়ে ঢাকা ছিল। হেলপার না থাকায় আমি গরুর সঙ্গেই ছিলাম। পথিমধ্যে বেশ কয়েকজন চোখে মরিচের গুড়া ছিটিয়ে এবং দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে গরু গু‌লো নি‌য়ে গে‌ছে। প‌রে আমা‌দের চিৎকারে স্থানীয় লোকজন এসে পুলিশে খবর দেয়। গরু ছিনতাইয়ের সঙ্গে গাড়ি চালক ফারুকের হাত আছে। সুষ্ঠু বিচারের আশায় থানায় মামলা করব।কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, গরু চুরির খবর শুনে ঘটনাস্থলে পৌঁছে একটি পিকআপ গাড়ি, চালক ও গরুর মালিককে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনাটি চুরি, ডাকাতি নাকি সাজানো তা খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান