• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই চৈত্র ১৪২৯ রাত ০১:২৪:৩৮ (21-Mar-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও

আমতলীতে মাদক কারবারি গ্রেফতার

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে  মাদকসহ মোঃ ইমরান বয়াতি (৩০) নামে একজনকে  গ্রেফতার করে আমতলী থানা পুলিশ।১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার  রাত ১১ টার দিকে উপজেলার গুলিশাখালি  ইউনিয়নের উত্তর গোজখালি  এলাকার গোপন সংবাদের ভিত্তিতে মজিদ হাওলাদার পরিত্যক্ত ঘরের সামনে থেকে  অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার  রাত ১১ টার দিকে মাদক কারবারি  মোঃ ইমরান বয়াতিকে মাদক (গাঁজা) বিক্রয়ের জন্য মজিদ হাওলাদারের বাড়ির সামনে অবস্থান করলে আমতলী থানার  এস আই দাদন মিয়া, এ এস আই আমিরুল ইসলাম,  এ এস আই সোহরাব, এ এস আই তাইফুর ও তাদের সঙ্গীয় ফোর্স  মো. ইমরান বয়াতিকে  ৩০০ গ্রাম  গাজাসহ গ্রেফতার করেন।আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ ইমরান বয়াতিকে  গাঁজাসহ গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।



দর্শনীয় স্থান

  • tes

মতামত


জেলার ইতিহাস

No History found

ASIAN TV