চুনারুঘাটে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে অজ্ঞাত এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১০ সেপ্টেম্বর রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলার শাহজীবাজার রাবার বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ওসি তদন্ত মোহাম্মদ গোলাম মোস্তফা। তিনি জানান, রাবার বাগানে কাজ করতে গিয়ে শ্রমিকরা একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। তারা বিষয়টি থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।মরদেহর পরিচয় নিশ্চিত হয়ে মর্গে প্রেরণ করা হবে বলে জানান তিনি।