• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই বৈশাখ ১৪৩১ সকাল ১১:৩৬:১৭ (28-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১৫ই বৈশাখ ১৪৩১ সকাল ১১:৩৬:১৭ (28-Apr-2024)
  • - ৩৩° সে:

ফরিদপুরে অভিনব পদ্ধতিতে চুরি হচ্ছিল বিদ্যুৎ, ১০ মিটার জব্দ

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামের আব্দুর রাজ্জাকের বাসা-বাড়িতে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) নিয়ন্ত্রাধীন অবৈধ বিদ্যুৎ সংযোগের দায়ে ১০টি মিটারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও মিটার জব্দ করা হয়েছে।২৫ মার্চ সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আবাসিক প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন উক্ত বাসা-বাড়িতে অভিযান পরিচালনা করেন।জানা যায়, পূর্ব শ্যামপুর গ্রামের আব্দুর রাজ্জাক গত কয়েক মাস পূর্বে ওই গ্রামে ৫ তলা বিশিষ্ট একটি বাড়ি নির্মাণ করেন। বাড়ি নির্মাণ শেষ হলে ওজোপাডিকো কোম্পানির (অস্থায়ী) লাইন ম্যান হৃদয়ের মাধ্যমে বাসা-বাড়িতে নতুন ১০টি মিটারে বিদ্যুতের সংযোগ নেয়ার জন্য টাকার দেন। কিন্তু তাদের উপযুক্ত কাগজ-পত্র না দিয়ে ওই ভবনে নতুন বিদ্যুৎ সংযোগ দেয় হৃদয়। সোমবার যখন ওজোপাডিকো আবসিক প্রকৌশলী ওই বাড়িতে অভিযান চালিয়ে নতুন সংযোগের ১০টি মিটার জব্দ করে তখন জানা যায়, ভবনটি একটি মিটার ব্যাতিত বাকি ১০টি সংযোগ অবৈধ।এ বিষয় সদরপুর উপজেলা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) আবাসিক প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামে আব্দুর রাজ্জাকের মালিকানাধীন ভবনে বিদ্যুতের অবৈধ সংযোগ চলছে। আমি সেখানে গিয়ে ঘটনার সত্যতা পাই এবং অবৈধ সংযোগগুলো বিছিন্ন করে ১০টি মিটার জব্দ করি। এ বিষয়ে আইনগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।তিনি আরো বলেন, ওই ভবনে আমার একজন সহকারী প্রকৌশলী ভাড়া থাকেন, তিনিও আমাকে কিছু অবগত করেনি। আমার অফিসে জনবল সংকট থাকায় আমি লাইন ম্যানদের কাছে জিম্মি।  

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান