• ঢাকা
  • |
  • শুক্রবার ১৬ই কার্তিক ১৪৩২ সকাল ০৭:২১:৪৭ (31-Oct-2025)
  • - ৩৩° সে:

সদরপুরে চলছে শ্রী শ্রী কাত্যায়নী পূজা উৎসব

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলায় বাইশরশি যুব সঙ্গের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে শ্রী শ্রী কাত্যায়নী পূজা উৎসব। এই পূজা শুরু হয়েছে ২৭ অক্টোবর আর শেষ হবে ৩১ অক্টোবর।জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়া এই পূজা দেখতে বুধবার রাতে অতিথি হিসাবে পূজা মণ্ডপে উপস্থিত হন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ। এসময় তাকে অভ্যর্থনা জানান উক্ত পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন দাস, সাধারণ সম্পাদক মদন পোদ্দার, সহ-সভাপতি পলাশ দাস, প্রচার সম্পাদক দীপংকর সাহা প্রমুখ।বিগত বছরগুলোর মত এ বছরেও দূর-দূরান্ত থেকে এই পূজায় অংশগ্রহণ করতে ছুটে আসেন হিন্দু ধর্মাবলম্বীরা। তারা তাদের মায়ের কাছে দেশবাসীর জন্য মঙ্গল কামনা করেন।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান