মহেশখালীতে অস্ত্রসহ যুবক গ্রেফতার
মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানে ৪টি অস্ত্র ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ সময় মো. সাজেদ (২৫) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।৩০ নভেম্বর শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বড় ডেইল এলাকায় তার নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার সাজেদ বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল এলাকার শুক্কুর আলীর ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইছার হামিদ।