• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই চৈত্র ১৪২৯ রাত ০৯:১১:০৪ (31-Mar-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও

মহেশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ২ সদস্য আটক

সাইফুল ইসলাম সায়েফ, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি-চালিয়াতলী সড়কের দারাখাল ব্রিজে এলাকায় পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় তৈরির ধারালো দাসহ ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।গ্রেফতাররা হলেন- উত্তর নলবিলা এলাকার মৃত আলী মিয়ার পুত্র এনামুল হক (২০) এবং একই এলাকার মৃত-নুর মোহাম্মদের পুত্র মিজানুর রহমান রুবেল (৩০)মহেশখালী থানা সুত্রে জানা যায়, ২৫ মার্চ শনিবার দিবাগত রাত ১ টায় মাতারবাড়ি-চালিয়াতলি সড়কে ডাকত দলের ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানা পুলিশের টহলটিম অভিযান পরিচালনা করে অস্ত্রসহ ডাকাত দলের একজনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গীয় অন্য সদস্যরা পালিয়ে যায়। পরে গ্রেফতারকৃত আসামী এনামুল হককে জিজ্ঞাসাবাদ পরবর্তীতে রাত ৩টার সময় তাকে নিয়ে অভিযান পরিচালনা করে আরেক আসামি মিজানুর রহমান রুবেলকে গ্রেফতার করা হয়।গ্রেফতার দুই আসামি ও পলাতাক ৪ জনসহ মোট ৬ জনকে এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে একটি ডাকাতি প্রস্তুতির মামলা রেকর্ড করা হয়েছে। অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতার করার ব্যাপারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী। 



দর্শনীয় স্থান

  • NO Data Found


মতামত


জেলার ইতিহাস

No History found

ASIAN TV