• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪০:৩১ (28-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১৫ই বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪০:৩১ (28-Apr-2024)
  • - ৩৩° সে:

চৌহালীতে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আহলে বাইতপাক ফাউন্ডেশনের উদ্যোগে ১২ এপ্রিল শুক্রবার বিকেলে উপজেলার এওয়াজী ধুবুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কালাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল কাহহার সিদ্দিকী।এ সময় ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মাল্টি পাওয়ার ইলেকট্রিক কো. লি.-এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. আব্দুর রহমান, ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব রেজাউল করিম মাস্টার, সাধারণ সম্পাদক আবু সায়িম, কোষাধক্ষ মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় ক বিভাগে প্রথম স্থান অধিকার করেন সম্ভূদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত বিনতে আজাদ, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন একই বিদ্যালয়ের উম্মে মাইশা সিমি ও মোছা. মরিয়ম আক্তার।খ বিভাগে প্রথম স্থান অধিকার করেন সম্ভূদিয়া আজিজিয়া আলিম সিনিয়র মাদরাসার শিক্ষার্থী মো. আল আমিন, দ্বিতীয় স্থান অধিকার করেন দত্তকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবুর রহমান ও তৃতীয় স্থান অধিকার করেন সম্ভূদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোছা. হালিমা আক্তার। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। 

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান