আব্দুল মজিদ মন্ডল ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালীতে আলহাজ্ব আব্দুল মজিদ মন্ডল ফাউন্ডেশনের উদ্যোগে ২ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।২৫ মার্চ শনিবারদুপুরে বাঘুটিয়া ও উমারপুর ইউনিয়নের ২ হাজার পরিবার মাঝে ইফতার সামগ্রী তুলে দেন সিরাজগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল। এর আগে উপজেলার আরও ৫টি ইউনিয়নের ৫ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি।চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান চুন্নু তালুকদার, থানা অফিসার ইনচার্জ হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের কার্যকারী সদস্য আব্দুল আউয়াল মোল্লা, বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কালাম মোল্লা, সাধারণ সম্পাদক মো.সাদেক মন্ডল, উমারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক মো. হেলাল বিএসসি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন মোল্লাসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।