• ঢাকা
  • |
  • রবিবার ৩০শে অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৫:৫১:৪৯ (14-Dec-2025)
  • - ৩৩° সে:

শহীদ বুদ্ধিজীবী দিবসে চৌহালীর বৈন্যা গণকবরে শ্রদ্ধা

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: যথাযথ মর্যাদায় সিরাজগঞ্জের চৌহালীতে বৈন্যা গণকবরের স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।১৪ ডিসেম্বর রোববার সকালে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবী মানুষ শ্রদ্ধা জানায়। এসময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ অফিসার শাহ আলম এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌহালী উপজেলা নির্বাহী অফিসার এইচ এম খোদাদাদ হোসেন।এসময় চৌহালীর সহকারী কমিশনার ভূমি হাসিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম, ওসি মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, মো. জিন্না প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান