• ঢাকা
  • |
  • রবিবার ২২শে আষাঢ় ১৪৩২ সকাল ০৬:৫৯:১৭ (06-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২২শে আষাঢ় ১৪৩২ সকাল ০৬:৫৯:১৭ (06-Jul-2025)
  • - ৩৩° সে:

যমুনা নদী থেকে সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীতে অভিযান চালিয়ে ১৫৭ টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। ২৪ জুন মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর দেড় টা পযন্ত চৌহালীর যমুনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়৷  চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার জানান, মাছসহ অন্যান্য জলজ প্রাণীর অস্তিত্ব সংকটের অন্যতম কারণ এই চায়না দুয়ারি জাল। জলজ পরিবেশের বাস্তুসংস্থানের জন্য মারাত্নক ক্ষতিকর অবৈধ এবং আইন দ্বারা নিষিদ্ধ জালের বিরুদ্ধে উপজেলা নৌ পুলিশ ও মৎস্য দপ্তরের সমন্বয়ে অভিযান পরিচালনা করে ১৫৭ টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা।অভিযানকালে নৌ পুলিশ ফাঁড়ির এসআই আরিফুর ইসলাম, এসআই মো. আবিদ, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফি, সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান