সিলেটে ভাগ্নের হাতে মামার খুন
সিলেট প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মামাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে ভাগনে। ২২ সেপ্টেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কাজলসার ইউনিয়নের মঙ্গলশাহ গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আবুল হোসেন ওরফে লিচু মিয়া (৪২) ওই গ্রামের মৃত সৈয়ব আলীর ছেলে। এক ছেলে ও এক মেয়ের জনক আবুল হোসেন স্থানীয় একটি বাজারের চা দোকানি ছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী চাচাতো বোনর ছেলে জাকারিয়া আহমদের (২২) সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল লিচু মিয়ার। ওই বিরোধ থেকে শুক্রবার বিকেলে জাকারিয়া আহমদ, জোবেল আহমদ ও মামন আহমদসহ কয়েকজন আবুল হোসেন লিচুর বাড়িতে ঢুকে হামলা চালায় এবং তাকে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা আবুল হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে সিলেটের জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ মাসুদ বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে লিচু মিয়াকে বাড়িতে ঢুকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত কাউকে এখনও গ্রেফতার করা যায়নি।এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযানে চলমান রয়েছে বলে জানান তিনি।