• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা আশ্বিন ১৪৩১ বিকাল ০৫:২১:১৩ (17-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা আশ্বিন ১৪৩১ বিকাল ০৫:২১:১৩ (17-Sep-2024)
  • - ৩৩° সে:

সুনামগঞ্জে ভারতীয় চিনিসহ ২ চোরাকারবারি গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার ধর্মপাশায় অভিযান চালিয়ে ২৩৫ বস্তা ভারতীয় নিষিদ্ধ চিনি, একটি কাঠের ইনজিন চালিত নৌকাসহ ২ চোরাকারবারিকে গ্রেফতার করেছে ধর্মপাশা থানা পুলিশ।১৬ জুলাই মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলার সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়নের নূরপুর গ্রামের পূর্ব দিকে সুরমা নদীতে এস আই পিয়াস পালের নেতৃত্বে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করা হয় এবং অপর ৩ চোরাকারবারি কৌশলে পালিয়ে যায়।এ সময় নৌকাসহ ২৩৫ বস্তা ভারতীয় নিষিদ্ধ চিনি জব্দ করা হয়। থানার এস আই পিয়াস পাল বাদি হয়ে ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। আসামিদের বিরুদ্ধে সকল ধরনের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার ২ আসামিরা হলো- আব্দুর রহমান (৩৮) ও আশিকুল হাসান (২১) নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানার বাসিন্দার । অভিযানকালে পলাতক আসামিরা হলো- হিমাংশু রায় (৫৫), মো. শামীম মিয়া (৪২) ও আল আামিন (৩৭)। মাদক প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান