দশমিনায় মিথ্যা মামলার প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনা উপজেলার পূর্ব আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো.খলিলুর রহমানসহ ৫ জন শিক্ষকের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতি দশমিনা উপজেলা শাখা।১৯ আগস্ট শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদের সামনের সড়কে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে দেড় শতাধিক শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করেন।মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি ও বাংলা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ার হোসেন।এ সময় আরো বক্তব্য রাখেন আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান ও ভুক্তভোগী শিক্ষক পূর্ব আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাও. মো. খলিলুর রহমান সহ পশ্চিম আলীপুর ব্রজবাসী রায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ।বক্তারা অবিলম্বে ধর্মীয় শিক্ষক মাওলানা মো. খলিলুর রহমানসহ ৫ জনের বিরুদ্ধে দশমিনা থানায় দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র বন্ধের দাবি জানান। মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরাও অংশগ্রহণ করেন।