• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই বৈশাখ ১৪৩১ রাত ০৮:২৬:৫৩ (28-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১৫ই বৈশাখ ১৪৩১ রাত ০৮:২৬:৫৩ (28-Apr-2024)
  • - ৩৩° সে:

কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর সংখ্যা ১৪

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটে তিনটি পদে মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ১৫ এপ্রিল সোমবার মনোনয়নপত্র দাখিলের সময় শেষে এমন তথ্য জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসান।এর মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে উপজেলা জামায়েত ইসলামীর সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান হাফেজ মো. জাকারিয়া মোল্লা ছাড়া বাকি ১৩ জন প্রার্থীই আওয়ামী লীগ দলের নেতাকর্মী।চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনার রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম নাজমুল হক প্রিন্স, নড়াগাতি থানা আওয়ামী লীগের সহ-সভাপতি খান শামিমুর রহমান (ওছি) ও কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মাহামুদুল হাসান কায়েস।এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান ইব্রাহীম শেখ, উপজেলা জামায়েত ইসলামীর সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান হাফেজ মো. জাকারিয়া মোল্লা, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আশীষ ভট্টাচার্য্য, চাচুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি ইমরুল হাসান, নড়াগাতি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহাবুবুল আলম ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আশরাফুল ইসলাম।মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান সোহেলী পারভীন নিরী, সাবেক ভাইস চেয়ারম্যান বিউটি আক্তার ও উপজেলা যুবমহিলা আওয়ামী লীগের সভাপতি ববিতা বেগম।নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপের মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল। কালিয়া উপজেলাসহ ১৫০ উপজেলায় আগামী ৮ মে ভোটগ্রহণ হবে। 

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান