• ঢাকা
  • |
  • সোমবার ৩রা অগ্রহায়ণ ১৪৩২ সকাল ১০:৩৭:২০ (17-Nov-2025)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে আবারও ককটেল বিস্ফোরণ, ২ রিকশা চালক আহত

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ: মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাগর ও নবীন নামের ২ রিকশা চালক আহত হয়েছেন।১৬ নভেম্বর রোববার রাত ১০টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড অদম্য ৭১ শহীদ স্মৃতি স্তম্ভের সামনে প্রথমে ২টি ও পরে রাত সাড়ে ১০টায় পৌর সুপার মার্কেটের সামনে ১টি ককটেল বিস্ফোরণ হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা দূর থেকে ককটেল বিস্ফোরণ করে দ্রুত পালিয়ে যায়। এতে সাধারণ মানুষ মধ্যে আতঙ্ক বিরাজ করছে।বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম। আহতদের মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান