• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই আষাঢ় ১৪৩২ সকাল ০৬:২১:৫৩ (02-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৮ই আষাঢ় ১৪৩২ সকাল ০৬:২১:৫৩ (02-Jul-2025)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল স্কুল ছাত্রের

স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ: স্কুল থেকে ফিরে হয়তো মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ার কথা ছিল আদনানের। খেলনার গাড়ি নিয়ে ছুটে বেড়ানোর কথা ছিল বসার ঘরে। কিন্তু সে আর ফিরবে না-কারণ শহরের ব্যস্ত রাস্তায় থেমে গেছে তার জীবন।২৮ জুন শনিবার দুপুরে মানিকগঞ্জ শহরের খন্দকার ল’ কলেজের সামনে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।কুইন্স স্কুলের প্রি-ওয়ান শ্রেণির শিক্ষার্থী ৬ বছরের সৈয়দ মো. আদনান স্কুল শেষে রিকশায় করে বাসায় ফিরছিল। পথিমধ্যেই দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে রিকশাটিকে ধাক্কা দিলে ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে। দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে ছোট্ট আদনানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।আদনানের বাড়ি ঘিওর উপজেলার বাঠইমুড়ী গ্রামে। বাবা রফিকুল ইসলাম ওরফে আরিফ ও মা সীমা আক্তারের ছোট সন্তান ছিল সে। দুই ভাইবোনের মধ্যে সবার আদরের আদনান এখন শুধুই স্মৃতি। প্রিয়জনদের আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারি হয়ে ওঠে। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে পাথর মা-বাবা।মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ জানান, ‘ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে।’

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান