• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই অগ্রহায়ণ ১৪৩২ দুপুর ১২:৪৫:১১ (01-Dec-2025)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন।২৯ নভেম্বর শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় পুটাইল ইউনিয়নের লেমুবাড়ী বিনোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।এ ক্যাম্পে স্থানীয় প্রায় ১,৫০০ অসহায় ও দরিদ্র মানুষ বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্যপরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ গ্রহণের সুযোগ পান।মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। প্রত্যেক মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে। তাই ওয়ার্ড পর্যায়ে এ ধরনের চিকিৎসা সেবা আমরা নিয়মিত চালিয়ে যাচ্ছি। মানিকগঞ্জের দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতেই আমাদের এ উদ্যোগ।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান