স্বামী হত্যার বিচারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে স্বামী সুমন হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্ত্রী পারভিন আক্তার।২৩ এপ্রিল বুধবার দুপুরে নিহত সুমনের বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় পারভিন আক্তারের প্রতিবন্ধী ছেলে, তার ভাই ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।নিহত সুমনের হত্যাকারীর বিচার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার।এসময় ভুক্তভোগী পরিবার জানায়, ২০২৪ সালের ১৮ মার্চ রাতে উপজেলার ৭নং সিধুলী ইউনিয়নের তরপাইর জোড়া ব্রীজের নিচে সুমন ওরফে তারিকে হত্যা করে মাথাসহ কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখে দুর্বৃত্তরা।এ ঘটনায় নিহত সুমনের স্ত্রী ও তার বড় ভাই বাদী হয়ে একই এলাকার ফরহাদ হোসেন টিক্কাসহ আরও কয়েক জনকে আসামি করে মামলা দায়ের করেন।ঘটনার পর এক বছর পার হয়ে গেলেও মামলার কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে পুনরায় তদন্ত করে অপরাধীদের সুষ্ঠু বিচার দাবি করেন ভুক্তভোগী পরিবার।সংবাদ সম্মেলনে নিহত সুমনের স্ত্রী পারভিন আক্তারের সঙ্গে প্রতিবন্ধী ছেলে, ভাই, বোন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।