• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৯:৫২:৪৮ (13-Dec-2025)
  • - ৩৩° সে:

মোল্লাহাটে কাভার্ডভ্যান চাপায় ইটভাটা শ্রমিক নিহত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে কাভার্ডভ্যানের চাপায় ঠাকুর (৫৫) নামের এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। ১১ ডিসেম্বর বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে মধুমতি নদীর আবুল খায়ের সেতুর মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহত ঠাকুরের বাড়ি উপজেলার গিরিশনগর গ্রামে।প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের মতো ভোরবেলায় ঠাকুর বাইসাইকেল ঠেলে ইটভাটায় যাওয়ার উদ্দেশে সেতুর ওপর উঠছিলেন। এসময় গোপালগঞ্জের দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান হঠাৎ লেন পরিবর্তন করে তাকে চাপা দেয়। দুর্ঘটনার পর দ্রুতগতিতে গাড়িটি খুলনার দিকে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।মোল্লাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, ঘটনাটি তিনি শুনেছেন, তবে এখনো ঘাতক গাড়ির সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস উপস্থিত রয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান