• ঢাকা
  • |
  • বুধবার ১৪ই কার্তিক ১৪৩২ সকাল ০৮:৪০:১৬ (29-Oct-2025)
  • - ৩৩° সে:

মেলায় যেতে না দেওয়ায় তরুণীর আত্মহত্যা!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ভান্ডারখোলা গ্রামে পারিবারিক অভিমানে ঘাস নাশক ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন টিয়া বিশ্বাস (২২) নামে এক তরুণী।নিহত তরুণী বাগেরহাট মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার পিতা শচীন চন্দ্র বিশ্বাস এলাকার একজন কৃষক।২৪ অক্টোবর শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মৃত্যু হয় ওই তরুণীর।স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর বুধবার সন্ধ্যায় টিয়া স্থানীয় ব্রাহ্মণডাঙ্গা কালী পূজার মেলায় যেতে চেয়েছিলেন। তবে পরিবার তাকে একা যেতে নিষেধ করলে ক্ষোভ ও অভিমানে বাবার জমিতে ব্যবহৃত ঘাস মারার ওষুধ পান করেন তিনি।অচেতন অবস্থায় তাকে দ্রুত মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ হলেও বৃহস্পতিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে খুলনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।এ বিষয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বলেন,‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি মানবিকভাবে দেখা হচ্ছে ‘

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান