• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই বৈশাখ ১৪৩১ রাত ১২:৫৭:৩৭ (28-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১৪ই বৈশাখ ১৪৩১ রাত ১২:৫৭:৩৭ (28-Apr-2024)
  • - ৩৩° সে:

বিয়ে করতে এসে মেয়ে পছন্দ না হওয়ায় ছেলের ভগ্নিপতিকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আংড়া গ্রামে বিয়ের জন্য মেয়ে দেখতে এসে পছন্দ না হওয়ায় মেয়ের পরিবারের হামলায় ছেলের ভগ্নিপতি আজিজুল হক মোল্লা (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় মেয়ের বাবা শাহাদাত মুন্সি ও মামীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৩ এপ্রিল শনিবার তাদের গ্রেফতার করা হয়।নিহত আজিজুল খুলনা জেলার তেরখাদা উপজেলার ইছামতি গ্রামের শাহাদাত হোসেন মোল্লার ছেলে।জানা যায়, ফেসবুকে ৪ মাস প্রেমের পর চুনখোলা ইউনিয়নের আংড়া গ্রামের শাহাদত মুন্সির মেয়ের সঙ্গে একই উপজেলার গাংনী গ্রামের মো. গাজীর ছেলে হাফিজুর রহমানের বিয়ে ঠিক হয়। শুক্রবার সন্ধ্যায় বিয়ের দিন ধার্য ছিল। কেউ কাউকে না দেখেই প্রেমিকসহ বরপক্ষ বিয়ের জন্য এসেছিল চুনখোলা ইউনিয়নের আংড়া গ্রামের শাহাদত মুন্সির বাড়িতে। পরে প্রেমিকাকে সরাসরি দেখে পছন্দ না হওয়ায় বরপক্ষের সবাই চলে যেতে থাকে।এ সময় কনেপক্ষের আত্মীয়-স্বজনের সঙ্গে বরপক্ষের লোকজনের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে বিয়ের আসরেই কনেপক্ষের ১০-১২ জন বর হাফিজুর রহমানের দুলাভাই আজিজুল হক মোল্লাকে মারধর করে। পরে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় আজিজুলকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আশরাফুল আলম বলেন, একটি বিবাহের ঘটনাকে কেন্দ্র করে মেয়েকে পছন্দ না করায় উভয়পক্ষের হাতাহাতি পরে মারামারি হয়। এতে ছেলের দুলাভাই নিহত হন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রধান আসামি মেয়ের বাবা শাহাদাত মুন্সি ও মেয়ের মামীকে গ্রেফতার করা হয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান