• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই চৈত্র ১৪২৯ রাত ০২:০০:০৮ (21-Mar-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও

নেত্রকোনায় পিকনিক বাস উল্টে শিক্ষার্থী নিহত, আহত ৩০

আমিনুল ইসলাম মনি, (নেত্রকোনা ) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে মাদরাসার পিকনিক বাস উল্টে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ জন ।  ৮ মার্চ বুধবার সকালে উপজেলার বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের লক্ষীপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহতের নাম হিমেল শেখ (১২)। সে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দারুল উলুম আল ইসলামীয়া হিফজুল কুরআন মাদরাসার শিক্ষার্থী ছিল। আহতরা ওই মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থী বলে নিশ্চিত করেছে পুলিশ।স্থানীয়রা জানান, ময়মনসিংহের মুক্তাগাছা নন্দীবাড়ির দারুল উলুম আল ইসলামিয়া হাফিজুল কোরআন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ ৭৩ জন যাত্রী নিয়ে একটি বাস সকালে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেয়। এদের মধ্যে বেশিরভাগই শিশু।পথে বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের লক্ষীপুর নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানক্ষেত উল্টে যায়। এ সময় স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর মাদরাসায় চিকিৎসার ব্যবস্থা করেন। এদের মধ্যে গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তবে ঘটনাস্থলেই হিমেল নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়।  দুর্গাপুর থানার ওসি শিবিরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।



দর্শনীয় স্থান

  • NO Data Found


মতামত


জেলার ইতিহাস

No History found

ASIAN TV