নেত্রকোণায় বিপুল পরিমাণ ইয়াবা-ফেন্সিডিলসহ গ্রেফতার ১
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার দূর্গাপুরে ৪৬৪ বোতল ফেন্সিডিল ও ৯৩০ পিস ইয়াবাসহ মো. কামরুজ্জামান সানি (১৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৪। ১৩ সেপ্টেম্বর বুধবার রাত সাড়ে ১১টার সময় দূর্গাপুর থানাধীন দেবতলী মধ্যম বাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার কামরুজ্জামান নেত্রকোণার দূর্গাপুরের কানাইল গ্রামের আরজ আলীর ছেলে।জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার সময় র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল নেত্রকোণা জেলার দূর্গাপুর থানাধীন দেবতলী মধ্যম বাগান এলাকায় অভিযান পরিচালনা করে কামরুজ্জামানকে গ্রেফতার করে। এ সময় ৪৬৪ বোতল ফেন্সিডিল, ৯৩০ পিস ইয়াবা, ১ টি মোবাইল সেট (সীমসহ), নগদ ৫ হাজার ২৫০ টাকা ও মাদক পাচারে ব্যবহৃত ১টি ট্রাক জব্দ করা করা হয়। উদ্ধার করা ফেন্সিডিল ও ইয়াবার আনুমানিক মূল্য ১২ লাখ ৭ হাজার টাকা।স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, কামরুজ্জামান সানি দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলায় ট্রাক দিয়ে মাদক সরবরাহ করে আসছিল।মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। গ্রেফতার আসামির বিরুদ্ধে দূর্গাপুর থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান আশিক উজ্জামান।