ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১১
ময়মনসিংহ প্রতিনিধি: তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় সড়ক দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।২০ জুন শুক্রবার রাত সাড়ে ৮টায় ফুলপুরের কাজিয়াকান্দা এলাকা ও বিকেল সাড়ে ৫টার দিকে তারাকান্দায় এ দুর্ঘটনা ঘটে।ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি জানান, ফুলপুরের কাজিয়াকান্দা এলাকায় রাত সাড়ে ৮টার দিকে হালুয়াঘাটগামী একটি যাত্রীবাহী মাহিন্দ্রার সঙ্গে হালুয়াঘাট থেকে ছেড়ে আসা শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের সংঘর্ষ হলে মাহিন্দ্রাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৬ জন। এ ঘটনায় আহত ৫ জনকে হাসপাতালে পাঠায় ফায়ারসার্ভিসের কর্মীরা। পরে আহত দুইজন মারা যান।আহত ও নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান ওসি।ফুলপুর ফায়ার স্টেশনের ইনচার্জ লুৎফর রহমান বলেন, ৬ জনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরে দুইজন মারা গেছেন।এদিকে, বিকেলে তারাকান্দা উপজেলার কোদালধর এলাকায় ময়মনসিংহগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীতমুখী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান এক নারীসহ তিনজন। এ ঘটনায় আহত হন অ্যাম্বুলেন্সের হেলপার ও অটোরিকশার আরও চার যাত্রী।