• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই বৈশাখ ১৪৩১ সকাল ১০:৩১:০৭ (28-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১৫ই বৈশাখ ১৪৩১ সকাল ১০:৩১:০৭ (28-Apr-2024)
  • - ৩৩° সে:

কুমিল্লার ৭ আসনে নৌকা বিজয়ী, ৪টিতে স্বতন্ত্র

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় ১১টি আসনের মধ্যে ৭টি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা বিজয়ী হয়েছে এবং বাকি ৪টি আসনে বিজয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থী।৭ জানুয়ারি রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে প্রাপ্ত ফলাফলে এসব প্রার্থী বিজয়ী হওয়ার তথ্য জানানো হয়। সন্ধ্যা ৭টা থেকে শুরু করে রাত সাড়ে ১০টা পর্যন্ত ফলাফল ঘোষণা করে জেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তা।বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সবুর জয়ী হয়েছেন। কুমিল্লা-(হোমনা-মেঘনা) আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবদুল মজিদ, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম সরকার, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ, কুমিল্লা-৫ আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী এম এ জাহের, কুমিল্লা-৬ (সদর) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আ ক ম বাহাউদ্দীন বাহার, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্ত, কুমিল্লা-৮ (বরুড়া) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম, কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই, নাঙ্গলকোট) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী অর্থমন্ত্রী আ হ মুস্তফা কামাল এবং কুমিল্লা-১১ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব।প্রসঙ্গত, কুমিল্লার ১১টি আসনে ৯৩ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ৪৬ লাখেরও বেশি ভোটারের এই জেলায় ৪৭ দশমিক ৭২ শতাংশ ভোট পড়েছে। ভোটগ্রহণের দিন আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি জেলার সার্বিক পরিস্থিতি সুশৃঙ্খল রাখতে সর্বোচ্চ সহায়তা করেছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান