• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই চৈত্র ১৪৩১ বিকাল ০৪:৪৩:১৯ (21-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই চৈত্র ১৪৩১ বিকাল ০৪:৪৩:১৯ (21-Mar-2025)
  • - ৩৩° সে:

ভুল চিকিৎসায় যুবকের মৃত্যু, ৪ লাখ টাকায় সমঝোতা ছাত্রদল নেতার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় ইমরান হোসেন নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ করেছেন তার স্বজনরা।  ১৬ মার্চ রোববার রাত ১০টায় নগরীর নজরুল এভিনিউ এলাকার ‘ট্রমা সেন্টার’ নামের একটি হাসপাতালে এ ঘটনা ঘটে।নিহত ইমরান হোসেন নগরীর দ্বিতীয় মুরাদপুর এলাকার হুমায়ুন কবিরের ছেলে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হাসপাতালে ব্যাপক ভাংচুর চালিয়েছে রোগীর স্বজনেরা।  খবর পেয়ে রাত সাড়ে দশটার দিকে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পরে হাসপাতালের একটি গোপনকক্ষে কুমিল্লা মহানগর ছাত্রদল নেতা ফখরুল ইসলান মিঠু মহানগর ড্যাবের নেতাদের মাধ্যমে চার লক্ষ টাকায় নিহতের পরিবারের সাথে সমঝোতা করিয়ে দেয় কুমিল্লা ট্রমা সেন্টার হাসপাতালকে। দুই নেতার স্বাক্ষরসহ সমঝোতাপত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।ইমরানের মা নাজমা বেগম জানান, বুকের অসুখ জনিত কারণে ১৫ দিন আগে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ইমরান হোসেন ওই হাসপাতালে চিকিৎসা নিয়েছিল। গত বুধবার অপারেশনের জন্য পুনরায় তাকে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক আতাউর রহমান শনিবার ইমরান হোসেনের অপারেশন করেন। তার অভিযোগ, ভুল চিকিৎসার কারণে রোববার বিকেলের দিকে ওই হাসপাতালের আইসিইউতে থাকা অবস্থায় ইমরান হোসেন মারা যান।রোগীর স্বজনরা অভিযোগ করে জানান, ইমরান আইসিইউতে মারা যাওয়ার পরও সে জীবিত আছে বলে দুইবার প্রায় ২৭ হাজার টাকার ওষুধ নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর মৃত্যুর পরও দেখতে না দিয়ে রোগী বেঁচে আছে বলে জানিয়ে আরও প্রায় তিন লাখ টাকার বিল হাতিয়ে নেয়।এ বিষয় অভিযুক্ত কুমিল্লা মহানগর ছাত্রদল নেতা ফখরুল ইসলান মিঠু বলেন, আমার বিরুদ্ধে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাউকে না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া যায়নি।কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা হাসপাতালে গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।