রাজৈরে নকল প্রসাধনী কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: ২১ আগস্ট সোমবার বিকাল সাড়ে ৪ টায় মাদারীপুরের রাজৈর উপজেলার আলমদস্তার এলাকায় ভ্রাম্যমান আদালতের এক অভিযান পরিচালিত হয়। অভিযানে নকল প্রসাধনী কারখানার মালিক মো. এমারত মীর ও তার স্ত্রীকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় ১ লাখ টাকার নকল প্রসাধনী জব্দ করা হয়। পরে জব্দকৃত নকল প্রসাধনী রাজৈর পৌরসভার রাস্তায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে নষ্ট করা হয়।এ ঘটনায় রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ নকল প্রসাধনী কারখানার সন্ধান পেয়ে ভ্রাম্যমান মোবাইল কোর্টের মাধ্যমে অভিমান পরিচালনা করা হয়। অভিযানে কারখানার মালিককে আটক করা হয়েছে। এসময় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং জব্দকৃত নকল প্রসাধনী রাজৈর পৌরসভার রাস্তায় এনে বুলডোজার দিয়ে গুড়িয়ে নষ্ট করা হয়।