• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ১১:২৫:২৫ (19-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ১১:২৫:২৫ (19-Sep-2024)
  • - ৩৩° সে:

মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের উমার খালি গ্রামের সুদ ব্যবসায়ী মঞ্জুর মোল্লার মহাজনি সুদের চক্রে পড়ে নিঃস্ব হওয়া ইস্রাফিল ফকির তার বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।২৮ আগস্ট বুধবার সকাল ১০টার সময় রাজৈর প্রেস ক্লাবে এ সাংবাদিক সম্মেলন করেন তিনি। এসময় উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ইস্রাফিল ফকির বলেন, ‘আমি মহাজনি সুদের ব্যবসায়ী মঞ্জুর মোল্লার নিকট থেকে প্রথম কিস্তিতে ৫০ হাজার টাকা গ্রহণ করি, প্রতি মাসে ৫ হাজার টাকা হারে সুদে এবং দুই মাস পর আরও এক লক্ষ টাকা গ্রহণ করি। প্রতি মাসে ১০ হাজার টাকা হারে সুদ। এর জন্য সুদের ব্যবসায়ী মহাজন মঞ্জুর মোল্লাকে দুইটি ব্লাঙ্ক ব্যাংক চেক দিতে হয়। এর মধ্যে একটি চেক দিয়ে আমার বিরুদ্ধে ১৬ লক্ষ টাকার একটা মামলা দেয়। পরে গ্রাম্য শালিসের মাধ্যমে আমি আমার বাড়ির জায়গা তাকে লিখে দেই এবং একটি চেক ফেরত পাই।’তিনি আরও বলেন, ‘গ্রাম্য শালিসে সবার সামনে সে জানায় তার কাছে থাকা অপর চেকটি হারিয়ে গেছে। এ ব্যাপারে শালিসে উপস্থিত সকলেই সাক্ষী আছে। কিছুদিন পর ওই হারানো চেক দিয়ে আমার বিরুদ্ধে আবার ১২ লক্ষ টাকার একটি মামলা দিয়েছে। আমাকে মঞ্জুর মোল্লা সর্বশান্ত করে ভিটে ছাড়া করেছে। আমার মতো এলাকার আরও অনেক গরিব মানুষকে সে সর্বশান্ত করেছে। আমি সরকারের কাছে মঞ্জুর মোল্লার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সে আমার বিরুদ্ধে যে মিথ্যা মামলা দিয়েছে তা প্রত্যাহার চাই। আমি আমার বাড়ির জমি ফেরত চাই।’

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান