মধুপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরের বোয়ালী নামক স্থানে পরিত্যক্ত বাসায় ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে আবু সাইদ (১৭) নামের এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। সে মধুপুরে বোয়ালী এলাকার কল্লোল মার্কেটের স্বজন কসমেটিকসেরর মালিক মো. শহিদুল ইসলামের পুত্র।নিহতের পারিবার সূত্রে জানা যায়, সে মধুপুর হাটখোলা মাদরাসা থেকে নূরানী ও হিফজ শেষ করেছে। পরে কুড়ালিয়া মাদ্রাসায় শুনানীর জন্য ৩/৪ মাস পড়ার পর বাড়িতে চলে আসে। পরবর্তীতে গোপদ মাদরাসায় কিতাব বিভাগে ৩ বছর পড়াশোনা করেন ভুক্তভোগী। এই সময় থেকেই সে মোবাইল ফোনে অতিরিক্ত আসক্ত হয়ে পড়ে।তার পিতা শহিদুল ইসলাম জানান, মোবাইল ফোনে আসক্তির কারণেই তার পুত্র আত্মহত্যা করেছে। ১৯সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে সে বাসা থেকে বের হয়। অনেক খুঁজাখুজির করে তার কোনও সন্ধান পাওয়া যায়নি। পরে ২০ সেপ্টেম্বর বুধবার সকালে তাদের ভাড়া দেয়া বাসার পরিত্যক্ত রুমের তালা খোলা দেখে এক প্রতিবেশী ভেতরে ঢুকে আবু সাইদের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।খবর পেয়ে পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান, এস.আই. হুমায়ুন ফরিদী ঘটনাস্থল পরিদর্শন করেন। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান।