মধুপুরে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উদযাপন
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে টিআইবির উদ্যোগে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উদযাপন করা হয়েছে।২৬ জানুয়ারি সোমবার সকালে মধুপুর উপজেলা প্রশাসন ও টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) মধুপুরের যৌথ উদ্যোগে ‘জীবাশ্ম জ্বালানিকে না বলুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।সকাল সাড়ে ১০টায় মধুপুর উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে অনুষ্ঠিত র্যালি ও মানববন্ধনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) মধুপুরের সভাপতি মো. বজলুর রশিদ খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মোস্তাফিজুর রহমান, মো. মোস্তফা হোসাইন, মো. মনিরুজ্জামান, ইমরান হোসেন, সোহানা বিলকিস, মুসলিমা, রাজীব আল রানা, শারমীন সুলতানা সুমি প্রমুখ।আলোচনা সভায় মধুপুর সনাকের ইয়েস দলনেতা হাবীবুর রহমান ৯টি সুপারিশমালা তুলে ধরেন। অনুষ্ঠানের শেষ বক্তব্যে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন বলেন, ‘সচেতন নাগরিক কমিটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জনগণকে সচেতন করছে। জীবাশ্ম জ্বালানিকে বাদ দিয়ে সৌরশক্তি, জলবিদ্যুৎ ও বায়ুশক্তি ব্যবহার করতে হবে। এটি না করলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থেকে রক্ষা পাওয়া যাবে না।’অনুষ্ঠানটি পরিচালনা করেন টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর জিনিয়া গ্লোরিয়া ম্রং। এতে প্রায় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।