• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে অগ্রহায়ণ ১৪৩২ সকাল ০৭:৪৭:০৫ (13-Dec-2025)
  • - ৩৩° সে:

মধুপুরে র‌্যাবের অভিযানে ১২৭ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে র‌্যাবের অভিযানে ১২৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।৯ ডিসেম্বর মঙ্গলবার ভোরে মধুপুর উপজেলার ভুটিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। গ্রেফতার ব্যক্তির নাম মো. নজরুল ইসলাম (৩৪)। তিনি মধুপুর উপজেলার ভুটিয়া গ্রামের জুব্বার আলীর ছেলে।র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর কাওছার বাঁধন জানান, ‘অরণখোলা এলাকায় বিপুল পরিমাণ গাঁজা মজুদ ও কেনাবেচার তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে।তিনি আরও বলেন, ‘অভিযান চলাকালীন নজরুল ইসলামের বাড়ি থেকে ট্রাংকে লুকানো অবস্থায় ১১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে নজরুল জানায়, তার সহযোগী স্বপন মিয়ার বাড়িতেও মাদক মজুদ রয়েছে। র‌্যাব সদস্যরা স্বপনের বাড়িতে পৌঁছালে স্বপন ও তার স্ত্রী জেসমিন পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে বাড়ি থেকে আরও ১৩ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।’তিনি আরও বলেন, মোট ১২৭ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৮ লাখ ১৬ হাজার টাকা। গ্রেফতার নজরুল ইসলামসহ পলাতক স্বপন মিয়া ও তার স্ত্রী জেসমিনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার মাদকদ্রব্য মধুপুর থানায় হস্তান্তরের কাজ চলছে বলে জানিয়েছের র‌্যাব।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান