নরসিংদীতে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীত গোয়েন্দা পুলিশ হেফাজতে নুরতাজ বেগম (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। ৭ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৮টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মত্যু হয়। ঘটনার পর পরই গোয়েন্দা পুলিশসহ জেলা পুলিশর ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন করেছেন।নিহত নুরতাজ শহরের দক্ষিণ কান্দাপাড়া এলাকার বাসিন্দা মৃত পিয়ার হাসানের স্ত্রী।পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে ডিবি পুলিশের এস আই নাইমুল মাস্তাকর নেতৃত্বে ডিবি পুলিশর একটি দল নিহত নুরতাজকে ১০ কজি গাঁজাসহ নরসিংদীর ভেলানগর এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে ডিবি পুলিশর কার্যালয়ে রাখা হয়। পরে রাত ৩টার দিকে অসুস্থতা বোধ করলে তাকে নরসিংদী ১শ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে তার বুক ব্যাথা অনুভব হয়। এর কিছুক্ষণের মধ্যেই তার মত্যু হয়।এদিক গোয়েন্দা পুলিশ হেফাজতে নুরতাজের মৃত্যু হলেও দুপুর ১২টা পর্যন্ত তার স্বজনদের হাসাপাতালে দেখা যায়নি।নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. মা. পলাশ মোল্লা বলেন, শরীরে ব্যথা নিয়ে রাতে হাসপাতালে ভর্তি হয় নুরতাজ। চিকিৎসা দেয়ার পর তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে তার বুক ব্যাথা শুরু হয়। আমরা চিকিৎসা দেই। এর কিছুক্ষণের মধ্যেই তার মত্যু হয়। ধারণা করছি, তার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।ডিবি পুলিশের এস আই নাইমুল মাস্তাক বলেন, নিহত নুরতাজ একজন মাদক কারবারি। তার বিরুদ্ধ থানায় মাদক মামলা করা হয়েছে।ডিবির ওসি খোকন চন্দ্র বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুরতাজের মৃত্যু হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে।