উৎসব মুখর পরিবেশে ৩৩ আনসার ব্যাটালিয়নের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত
মোঃ ফারুক হোসেন : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়েছে ৩৩ আনসার ব্যাটালিয়নের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।২৫ জানুয়ারি বুধবার দুপুরে মানিকছড়ি গচ্ছাবিল ৩৩ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক ও ব্যাটালিয়ন অধিনায়ক মোহাম্মদ সাইফুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন ইউনিট প্রধান উপস্থিত ছিলেন।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ.কে.এম. নাজমুল হাসান এনডিসি, পিএসসি ৩৩ আনসার ব্যাটালিয়নের সার্বিক মঙ্গল কামনা করে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা প্রেরণ করেন।এর আগে, দিনের শুরুতে ফজরের নামাজের পরে ব্যাটালিয়ন মসজিদে দেশ, জাতি, আনসার বাহিনী ও ৩৩ আনসার ব্যাটালিয়নের সার্বিক সাফল্য ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।এরপর আনুষ্ঠানিকভাবে পরিচালক জাতীয় ও আনসার বাহিনীর পতাকা উত্তোলন করেন, পরে পরিচালক সকল সদস্যের উপস্থিতিতে বিশেষ দরবার নেন। দরবার শেষে প্রীতিভোজের আয়োজন করা হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি সদর দপ্তরের মূল ফটকে বৃক্ষরোপণ করেন। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।