ঝিনাইগাতীতে ২৯৮ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকার উদ্ধার
মোঃ সাইফুল ইসলাম, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে ২৯৮ বোতল ফেনসিডিলসহ ১টি প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশের অভিযানের কথা জানতে পেরে ফেনসিডিলসহ গাড়িটি রেখে পালিয়ে যায় মাদক কারবারকারিরা।শনিবার দিবাগত রাত ৩ টার দিকে নন্নী বাজারের পাশে এ অভিযান পরিচালনা করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুরের ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মনিরুল আলম ভূইয়া। তিনি জানান, এ ঘটনায় থানায় ১টি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে এবং এরসাথে জরিত থাকা চক্রটিকে গ্রেফতার করতে ঝিনাইগাতী থানার পুলিশ প্রশাসন সকল প্রকার আইনি ব্যবস্থা গ্রহণ করছে।