আখাউড়ায় ইকরা মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ইকরা দারুল উলুম মাদরাসার ১৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ও সদ্য হিফজ সম্পন্নকারী হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।১৩ জানুয়ারি মঙ্গলবার দুপুরে মাদরাসা সংলগ্ন বায়তুল জান্নাত জামে মসজিদ প্রাঙ্গণে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, মাদরাসার শিক্ষক-ছাত্র ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লী অংশগ্রহণ করেন।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি জাবের কাসেমী (ঢাকা)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার উপদেষ্টা ও বাইতুস সালাম জামে মসজিদের খতীব হযরত মাওলানা হাফেজ জিয়াউল আমীন।অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ সালাউদ্দিন ভূঁইয়া। বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন মুফতি ইমরানুল বারী সিরাজী (ঢাকা) এবং মুফতি আসাদুজ্জামান, প্রিন্সিপাল, মাজহারুল হক দারুল উলুম মাদরাসা, দেবগ্রাম, আখাউড়া।বক্তারা তাদের বক্তব্যে পবিত্র কুরআনের হাফেজদের মর্যাদা, দ্বীনি শিক্ষার গুরুত্ব এবং নৈতিক ও আদর্শবান মানুষ গঠনে মাদরাসা শিক্ষার ভূমিকা তুলে ধরেন। তারা বলেন, কুরআন ও সহীহ হাদীসের আলোকে জীবন পরিচালনা করলেই ব্যক্তি ও সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব। পাশাপাশি ইকরা দারুল উলুম মাদরাসার উত্তরোত্তর সফলতা কামনা করেন অতিথিরা।অনুষ্ঠানের শেষ পর্বে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে। পরে সদ্য হিফজ সম্পন্নকারী দুইজন হাফেজ ছাত্রকে প্রধান অতিথি মুফতি জাবের কাসেমীসহ উপস্থিত আলেমগণ পাগড়ি পরিয়ে সম্মাননা প্রদান করেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদরাসার প্রিন্সিপাল মুফতি ইব্রাহিম হোসাইন।