• ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ সকাল ০৮:১৪:৫৯ (27-Jul-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ সকাল ০৮:১৪:৫৯ (27-Jul-2024)
  • - ৩৩° সে:

নেত্রকোণায় ছেলের হাতে বাবা খুন

স্টাফ রিপোর্টার, নেত্রকোণা: নেত্রকোণার বারহাট্টা উপজেলায় পাগল ছেলে নিজ হাতে তার বাবাকে হত্যার ঘটনা ঘটিয়েছে। ৩০ জুন রোববার দুপুর একটায় উপজেলার আসমা ইউনিয়নের বাঘমারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বাঘমারা গ্রামের মৃত ইনামদি শেখের ছেলে ফৌজদার মিয়া (৬৫)। বাবাকে হত্যা করা ঘাতক ছেলেটির নাম ছায়েম মিয়া (৩৫)।ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মৃতের মরদেহের পাশে তার স্বজনরা আহাজারি করছে। আর ঘাতক ছেলেকে এলাকাবাসী দড়ি দিয়ে বেঁধে রেখেছে। এ ঘটনার পর দুপুর ২টা ৩০ মিনিটের দিকে বারহাট্টা থানা পুলিশ ঘাতক সন্তানকে আটক করেছে।  স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ছায়েম মিয়া ছোট বেলা থেকে মানসিক রোগী ছিলেন। সে তার বাবাকে হত্যা করার পরে নিজের মাথা ঘরের খুঁটির সঙ্গে বারবার আঘাত করতে থাকে। পরে এলাকাবাসী বিষয়টি অবগত হলে আসামিকে দড়ি দিয়ে বেঁধে রাখে। পরিবার ও এলাকাবাসীর দেয়া তথ্যমতে, এই পরিবারের বেশি সংখ্যক সদস্যই পাগল। তার তিন বোনের মধ্যে একটি বোনও পাগল।            নিহতের ছোট বোন জ্যোসনা আক্তার বলেন, আমার বড় ভাইয়ের ছেলে ছায়েম মিয়া আমার সামনেই আমার ভাইকে হত্যা করে। গত রাত থেকে তার মাথার সমস্যাটি বেড়ে যায়। আজ দুপুরে ছায়েম তার ছোট ভাই রাজনকে খুঁজতে থাকে এবং তার বাবাকে বলে আমার ভাইকে বের করে দে। বাড়াবাড়ির এক পর্যায়ে জ্বালানি কাঠের টুকরো দিয়ে আমার ভাইয়ের মাথায় আঘাত করে। তখন আমার ভাই আর উঠে দাড়াতে পারেনি। ঘটনাস্থলেই আমার ভাইয়ের মৃত্যু হয়েছে।বারহাট্টা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, আমরা ঘাতক ছেলেকে সঙ্গে সঙ্গে আটক করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করার প্রক্রিয়া চলছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলমান আছে। 

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান