• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৯:০১:৫৭ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৯:০১:৫৭ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

ভূঞাপুরে ট্রাক উল্টে ঘরের ভেতর, ঘুমন্ত নারীর মর্মান্তিক মৃত্যু

ভূঞাপুর (টাঙ্গইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরের ভেতরে ঢুকে পড়লে ঘুমন্ত এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।২৪ এপ্রিল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের টেপিবাড়ী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত নারীর নাম মোছা. রমেচা বেগম (৫৫)। তিনি ভূঞাপুর পৌর এলাকার আব্দুল কদ্দুসের স্ত্রী।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায় শেষে রমেচা বেগম ঘুমিয়ে পড়েন। তার স্বামী কদ্দুস মসজিদে নামাজ পড়তে যান। এ সময় জামালপুরগামী একটি পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বসতঘরে ঢুকে উল্টে যায়। ঘুমন্ত অবস্থায় রমেচা বেগম ট্রাকের নিচে চাপা পড়েন, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খবর পেয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় স্থানীয়রা ট্রাকচালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।ভূঞাপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) অনন্ত দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিয়ন্ত্রণ হারিয়ে পাথরবোঝাই একটি ট্রাক বসতঘরে ঢুকে পড়লে এক নারীর মৃত্যু হয়। ট্রাকচালককে আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান