• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই চৈত্র ১৪২৯ দুপুর ১২:২২:৩৭ (24-Mar-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও

টাঙ্গাইলে কালিহাতীতে বাসচাপায় নিহত ১

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় ময়সের (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী লিপি বেগম।২৩ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ময়সের কালিহাতী মীরহামজানি এলাকার বাসিন্দা।পুলিশ ও নিহতের পরিবার জানায়, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধুসেতুগামী লোকাল বাস থেকে সল্লা বাসস্ট্যান্ডে নামেন ময়সের ও তার স্ত্রী লিপি বেগম। পরে রাস্তা পার হওয়ার সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ময়সের নিহত হয়। স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। আহত লিপি বেগমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।



দর্শনীয় স্থান

  • NO Data Found


মতামত


জেলার ইতিহাস

No History found

ASIAN TV