ওসমান হাদির খুনিদের ফাঁসির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।১৯ ডিসেম্বর শুক্রবার দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি শেষে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা অবিলম্বে ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, এ ধরনের নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় না আনলে ছাত্রসমাজ আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।এদিকে, একই দাবিতে জুমা নামাজের পর টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড থেকে আরেকটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে গিয়ে অবস্থান নেয় এবং কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করে রাখে ছাত্রজনতা।এতে ওই সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ ও পরে ধীরগতিতে চলে। কিছুক্ষণ পর অবরোধ তুলে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।