• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩২ ভোর ০৫:৪৪:৩৪ (23-Nov-2025)
  • - ৩৩° সে:

শ্রীমঙ্গলে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গলের সাতগাঁও ইউনিয়ন আওতাধীন লসনা চা বাগান এর কালীমন্দির সংলগ্ন কচুরিপানায় স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ ফোন করে।২২ নভেম্বর শনিবার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত এক লোকের মরদেহ উদ্ধার করে পুলিশ।  শ্রীমঙ্গল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এশিয়ান টেলিভিশনকে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি অর্ধগলিত থাকায় পরিচয় নিশ্চিত-এর জন্য আশপাশের থানায় বার্তা প্রেরণ করা হয়েছে।তিনি আরও জানান, সুরতহাল রিপোর্ট করে মরদেহটির পরিচয় নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান