সুনামগঞ্জে ভারত থেকে আনা অস্ত্রসহ আটক তিন যুবক
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে লং রেঞ্জ শুটিং রাইফেলসহ তিন যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্র জানায়, অস্ত্রটি সন্ত্রাসী কার্যক্রম পরিচালানোর জন্য ভারত থেকে আনা হয়েছে।৬ ডিসেম্বর শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে তাহিরপুর উপজেলার বড়ছড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়। আটক মো. রাজু আহমেদ (২১), মো. জালাল মিয়া (২৩) ও মো. রাসেল মিয়া (২৫) তাহিরপুর উপজেলার বাসিন্দা।শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জ ২৮ বিজিবি ক্যাম্পে সংবাদ সম্মেলনে করে এসব তথ্য জানান সিলেট অঞ্চলের সেক্টর কমান্ডার কর্নেল মো. সাইফুল ইসলাম চৌধুরী।সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্রসহ তাঁদের আটক করা হয়। সন্ত্রাসী কার্যক্রমের জন্য এই অস্ত্র ভারত থেকে নিয়ে আসা হয়েছে।’আটক তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এই কর্মকর্তা বলেন, ‘তাহিরপুরে সীমান্ত এলাকার নাজমুল হোসেন নামে এক সন্ত্রাসী এই অস্ত্র ভারত থেকে এনেছে। তাঁকে গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে।’