• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা মাঘ ১৪৩২ সকাল ০৬:১৮:০৭ (16-Jan-2026)
  • - ৩৩° সে:

প্রবাসীর বাড়ি থেকে গ্রেনেড উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় একটি পরিত্যক্ত টিয়ার গ্যাস হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে সেনাবাহিনী।১৪ জানুয়ারি বুধবার দুপুর বানিয়াচং উপজেলার ৩ নম্বর ইউনিয়নের শিলাপাঞ্জা গ্রামে ওমান প্রবাসী মো. মতিউর রহমানের বাড়ি থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী মো. মতিউর রহমানের বাড়িতে একটি পরিত্যক্ত টিয়ার গ্যাস হ্যান্ড গ্রেনেড (CCS-60) পড়ে থাকতে দেখে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন। পরে তারা বিষয়টি দ্রুত বানিয়াচং আর্মি ক্যাম্পকে অবহিত করেন।খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান