সিলেটে পেলুডারের চাপায় শ্রমিক নিহত
সিলেট প্রতিনিধি: সিলেটের জাফলংয়ে বালু উত্তোলনে ব্যবহৃত পেলুডারের চাপায় পারভেজ আহমেদ (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।১১ জনুয়ারি রোববার ভোরে জাফলংয়ের কান্দুবস্তি জুমপার বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত পারভেজ আহমেদ গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের ছৈলাখেল গ্রামের বাসিন্দা।পুলিশ জানায়, সোহাগের সাইটে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি গর্তের পাশে দায়িত্ব পালনের সময় আজিজ ও ফারুক আহমেদের মালিকানাধীন একটি পেলুডার দুর্ঘটনাবশত পারভেজ আহমেদের মাথার ওপর চাপা পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খবর পেয়ে গোয়াইনঘাট থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।