• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ১২:২১:১৩ (07-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৩শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ১২:২১:১৩ (07-Dec-2024)
  • - ৩৩° সে:

ময়মনসিংহে পৃথক অভিযানে দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে অভিযান চালিয়ে ২ রাউন্ড বুলেট সহ একটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব ১৪।১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার জেলার ফুলবাড়িয়া ও মুক্তাগাছা উপজেলায় র‍্যাবের আলাদা দুটি অভিযানে এসব অস্ত্র উদ্ধার হয়।বৃহস্পতিবার দুপুরে র‍্যাব ১৪ এর মিডিয়া অফিসার, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।র‍্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পতনের পর গত ৫ আগস্ট সারা দেশে দুষ্কৃতিকারীরা থানাসহ বিভিন্ন সরকারি স্থাপনার ক্ষয়ক্ষতি সাধন করে বিপুল পরিমাণ সরকারি অস্ত্র ও গোলাবারুদ লুণ্ঠন করে নিয়ে যায়। এ ঘটনায় র‍্যাব-১৪, ব্যাটালিয়ন সদর ময়মনসিংহ দুষ্কৃতিকারীদের গ্রেফতার এবং লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে চিরুনি অভিযান শুরু করে।এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার র‍্যাব-১৪, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল রাত অনুমান সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলার ফুলবাড়িয়া থানার দেওখোলা বাজারে অভিযান পরিচালনা করে ২ রাউন্ড বুলেটসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে।এছাড়াও জেলার মুক্তাগাছা থানার কুমারগাতা এলাকায় পৃথক আরও একটি অভিযানে দেশীয় তৈরি রামদা, তলোয়ার, দু-মুখো চাইনিজ কুড়াল, চাপাতি, দেশীয় চাইনিজ কুড়াল এবং ছোরা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।উদ্ধারকৃত এসব অস্ত্র ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া এবং মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান