• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই চৈত্র ১৪২৯ দুপুর ১২:৪৯:১৪ (24-Mar-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও

দৌলতখানে জেলেদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ

দৌলতখান (ভোলা) প্রতিনিধি : ভোলার দৌলতখানে জেলেদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৩ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৯০ জন ট্রলার মালিকের মাঝে ৫টি করে লাইফ জ্যাকেট ও ২টি করে বয়া বিতরণ করা হয়।  লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্পের সহযোগিতায় এসব সুরক্ষা সামগ্রী  বিতরণ করা হয়। এ-উপলক্ষ্যে ইউনিয়ন  পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভোলা জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বিবেক সরকার।বিশেষ অতিথির বক্তব্য দেন দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মোঃ সাইদুজ্জামান। ইউপি চেয়ারম্যান সামীম হেসেন অমির সভাপতিত্বে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল  হাসনাইন।এসময় ইউপি সদস্য মোঃ আলী, মোঃ আজম, জাহিদ হোসেন  টিটু, আওয়ামী লীগ নেতা আলাউদ্দীন মৃধাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



দর্শনীয় স্থান

  • tes

মতামত


জেলার ইতিহাস

No History found

ASIAN TV