বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কদরুল নিখোঁজের ৬ দিন পর উদ্ধার
খুলনা ব্যুরো: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কদরুল হাসান নিখোঁজের ছয় দিন পর খুলনা মহানগরীর লবণচরা থেকে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে।১১ সেপ্টেম্বর বুধবার ভোরে লবণচরার মদিনাতুল উলুম সুলতানিয়া আহমেদ জামে মসজিদের মুসল্লীরা তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়।পরে লবণচরা থানার ওসি অনুপ ও মহানগর ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন বদরুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি এখন সুস্থ আছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।গত বৃহস্পতিবার কদরুল হাসান নগরীর সোনাডাঙ্গার সোনারবাংলা গলির বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। কদরুল নিখোঁজ থাকায় তাঁর স্ত্রী সাঈদা খাতুন সোনাডাঙ্গা ও খুলনা সদর থানায় দুটি সাধারণ ডায়েরি করেন।