• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৮ই মাঘ ১৪৩২ ভোর ০৪:১৪:১১ (22-Jan-2026)
  • - ৩৩° সে:

মানবিক পুলিশ চান সরকার: ড. এম সাখাওয়াত হোসেন

ঠাকুরগাঁও প্রতিনিধি: নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব. ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন,“বর্তমান সরকার চান পুলিশ যেন মানবিক পুলিশের মতো আচরণ করে জনগণের পাশে দাঁড়ায়। আর এই মানবিক ব্যবহারকে সম্মান জানানো ও সহযোগিতা করা সবার দায়িত্ব।”২১  জানুয়ারি বুধবার দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, “যারা ক্ষমতাকে অপব্যবহার করতে চান, তাদেরই ‘না ভোটের’ দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ ভোট দেওয়ার অধিকার সম্পূর্ণভাবে জনগণের। কোনো দল কী বলল-তা তাদের বিষয়। তবে যদি কোনো দল না ভোটের পক্ষে প্রচারণা করে, তাহলে বলা যেতে পারে তারা দেশের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রের সঙ্গে বেইমানি করছে।”

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান