ঠাকুরগাঁওয়ে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়
ঠাকুরগাঁও প্রতিনিধি: নবাগত পুলিশ সুপার মো. বেলাল হোসেনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ে।৭ ডিসেম্বর রোববার দুপুর ১২টায় জেলা পুলিশের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় পুলিশ সুপার বেলাল হোসেন বলেন, “মিডিয়ার গুরুত্ব অপরিসীম। মানুষের বাকস্বাধীনতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”তিনি আরও বলেন, “ঠাকুরগাঁওয়ের মানুষকে সর্বোচ্চ সেবা দেওয়া হবে আমার প্রথম কাজ। মাদকদ্রব্য সব অপরাধের মূল উৎস, তাই যে কোনো মূল্যে সমাজকে মাদকমুক্ত করতে হবে।”তিনি যানজট নিরসন, মাদক নির্মূলসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সাংবাদিক এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।সভায় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন, সহকারী পুলিশ সুপার রাণীশংকৈল সার্কেল স্নেহাশীষ কুমার দাস, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, যুগ্ম সম্পাদক তানভীর হাসান তানুসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।উল্লেখ্য, গত ২৯ নভেম্বর বেলাল হোসেন ঠাকুরগাঁও জেলার নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।