• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ০৯:৩৬:৪৮ (19-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ০৯:৩৬:৪৮ (19-Sep-2024)
  • - ৩৩° সে:

স্কুলভবন ধসে নিহত ১২, ধ্বংস্তূপের নিচে আটকা পড়েছে আরও অনেক শিশু

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় একটি স্কুল ভবন ধসে অন্তত ১২ শিশু নিহত এবং কয়েক ডজন চাপা পড়েছে। জোস নর্থ জেলার সেন্টস একাডেমি কলেজে ১২ জুলাই শুক্রবার সকালে ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, দেশটির স্থানীয় টেলিভিশন স্টেশন এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর দিলেও মৃতের সংখ্যা আরও বেশি বলে জানিয়েছে রেড ক্রস। সংস্থাটির একজন মুখপাত্র এএফপি বার্তা সংস্থাকে বলেছেন, সেখানে কমপক্ষে ২১ শিক্ষার্থী নিহত হয়েছে।নাইজেরিয়ার ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি বলেছে, উদ্ধারকর্মী ও স্বাস্থ্যকর্মীর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীকে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। উদ্ধারকর্মীরা ভারী যন্ত্রপাতি নিয়ে আটকে পড়াদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। কিন্তু ঘটনাস্থল ও এর আশপাশে অসংখ্য উৎসুক মানুষের ভিড় উদ্ধারকাজে বিঘ্ন ঘটাচ্ছে। এমনকি সাধারণ মানুষ ধ্বংস্তূপের ওপর উঠে হাঁটাহাঁটি করছেন।প্লাটু রাজ্যের তথ্য কমিশনার মুসা আশোমস এক বিবৃতিতে বলেন, আনুমানিক ১২০ জন আটকা পড়েছে। অনেককে সরিয়ে নেওয়া হয়েছে। তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকার হাসপাতালগুলোকে নথিপত্র বা অর্থ প্রদান ছাড়াই চিকিৎসাকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছে।