শায়েস্তাগঞ্জে চিকিৎসা সহায়তা প্রদান
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ১৩ জন ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসামিয়া রোগীর মধ্যে ৬ লাখ ৫০ হাজার টাকার সরকারি সহায়তার চেক বিতরণ করা হয়েছে।২২ আগস্ট মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এই সহায়তার চেক বিতরণ করে সমাজসেবা অধিদপ্তর।চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈম।প্রধান অতিথির বক্তব্যে আবু জাহির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান দেশের প্রতিটি মানুষ যেন শান্তিতে থাকে। সেই উদ্দেশ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে একযোগে আন্তরিকভাবে কাজ করতে হবে।প্রকৃত অস্বচ্ছল লোকজন যেন সরকারি সহায়তা থেকে বাদ না পাড়ে, সেদিকে নজর রাখার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান প্রমুখ।