• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে আশ্বিন ১৪৩১ রাত ০১:৩৯:৩৩ (10-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে আশ্বিন ১৪৩১ রাত ০১:৩৯:৩৩ (10-Oct-2024)
  • - ৩৩° সে:

শিবগঞ্জে বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ পিরব ইউনিয়ন বিএনপি’র আয়োজনে পিরব ইউনাইটেড কলেজ চত্বরে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট শুক্রবার বিকেলে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পিরব ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক জহুরুল ইসলাম।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি ও উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম।এসময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা এস.এম তাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, থানা বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, পৌর বিএনপি নেতা আব্দুল করিম, ফারুক আহমেদ, আবু তাহের, ইউনিয়ন বিএনপি নেতা ওমর ফারুক নিশি, মতিয়ার রহমান, আব্দুল কাদের, মাসুদ রানা, আকবর আলী তালুকদার, আব্দুল গোফ্ফার, ওবাইদুর রহমান, মোকাব্বর হোসেন, থানা যুবদল নেতা খালিদ হাসান আরমান, মাহদী হাসান তমাল, স্বেচ্ছা সেবক দল নেতা মাসুদ রানা মাসুম, রায়হানুল হক রনি, ইউনিয়ন যুবদল নেতা আব্দুল খালেক, রেজাউল, থানা ছাত্রদল নেতা মীর মুন, বিপুল, আল আমিন, সাদ্দাম হোসেন প্রমুখ।শান্তি সমাবেশের পূর্বে প্রধান অতিথি অধ্যক্ষ মীর শাহে আলম আন্দোলনে ঢাকায় নিহত রিকশা চালক শহীদ রনি ও বগুড়ায় গুলিতে নিহত শহীদ সেলিম মাস্টারের কবর জিয়ারত করেন এবং তাদের পরিবারের মধ্যে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন।পরে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বগুড়ায় গুলিতে নিহত শিবগঞ্জের কৃতি সন্তান শহীদ সেলিম স্মরণে পিরব চারমাথা বন্দরকে শহীদ সেলিম মাস্টার চত্বর নাম করণ স্মৃতি ফল উন্মোচন করা হয়।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান