সারা দেশের ন্যায় পাহাড়েও প্রচুর উন্নয়ন করেছে সরকার: দীপংকর তালুকদার
মো. গোলামুর রহমান, লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি : সরকার সারা দেশের ন্যায় পাহাড়েও প্রচুর উন্নয়ন করেছে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার। তিনি বলেছেন, শান্তি চুক্তি হলে পাহাড়ে থাকা যাবে না, পাহাড়ে অশান্তি হবে। আওয়ামী লীগ সরকার দেশে অশান্তি সৃষ্টি করতে শান্তি চুক্তি বাস্তবায়ন করছে। কিন্তু দেখা গেলো ১৯৯৬ সালে শান্তি চুক্তির পর থেকে এ পর্যন্ত আওয়ামী লীগ সরকার সারা দেশের ন্যায় পাহাড়েও প্রচুর পরিমাণ উন্নয়ন করেছে, যা অন্য কোন সরকার করতে পারে নাই।এছাড়াও রাঙ্গামাটিতে এ পর্যন্ত প্রধানমন্ত্রী আশ্রয়ন প্রকল্পের ঘর পেয়ে অনেক অসহায় মানুষ সাধারণ জীবনে ফিরতে পেরেছে বলে জানিয়েছেন রাঙামাটির এই সংসদ সদস্য।২২ মার্চ বুধবার দুপুরে রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমুখ মডেল হাই স্কুলের নবনির্মিত বিজ্ঞান ভবন উদ্বোধন ও ২০২৩ ইং সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া, নবীণ বরণ এবং মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এসব কথা বলেন।এসময় আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই চৌধুরী, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান প্রমূখ।