লংগদু সদর হাসপাতালে দুদকের অভিযান
লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি : রাঙ্গামাটিতে দুর্নীতির অভিযোগে লংগদু সদর হাসপাতালে অভিযান চালিয়েছে দুদক।২৮ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন ও মো. রাজু আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।সকাল ৯টার দিকে দুদক টিম হাসপাতালে গিয়ে দেখতে পায় ডাক্তার, স্টাফসহ কেউই যথাসময়ে উপস্থিত হয়নি। এছাড়া উপস্থিত ছিলেন না হাসপাতালের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান রাজু। ছুটি ছাড়া তিনি কোথায় আছে জানেন না সিভিল সার্জন নিজেও।অভিযানে বিশাল অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পায় দুদক। হাসপাতলের খাবারের আইটেমে যা দেওয়ার কথা তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।এ বিষয়ে দুর্নীতির অভিযোগ এনে দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন বলেন, ‘অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে আমরা সকাল নয়টায় হাসপাতালে অবস্থান করে হাসপাতালের বেহাল দশা দেখতে পাই। হাসপাতালের লোকেরা সরকারি বিভিন্ন সম্পদ অযথা নষ্ট করে ফেলছে। দ্রুত এসকল অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিবে দুদক।’