দৌলতপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুরে জাহিদুল নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ১৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মান্দারবাজারের পাশে নিজ বাড়িতে আত্মহত্যার ঘটনাটি ঘটে। এসময় বাসায় কেউ না থাকায় মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করে দৌলতপুর থানা পুলিশ। তার পিতার নাম মো শহীদুল ইসলাম।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদুল দুই ভাই ও এক বোনের মধ্যে মেঝ। বাবা ফায়ার সার্ভিসে কর্মরত এবং বড় ভাই পুলিশের এস.আই.। জাহিদুল পড়াশুনা শেষ করে ঢাকার একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতেন। ১ বছর পূর্বে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে বাড়িতে আসেন। এরপর থেকে প্রায় সময়ই দুশ্চিন্তাগ্রস্ত থাকতেন। ঐ দিন বাসায় কেউ না থাকায় সে কাঁঠাল গাছের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল মোল্লা জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।