• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই মাঘ ১৪৩২ বিকাল ০৪:৪১:২৩ (27-Jan-2026)
  • - ৩৩° সে:

দৌলতপুরে সমাজসেবা কার্যালয়ের আর্থিক সহায়তা প্রদান

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় সমাজসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে অসুস্থ ও অসহায় ৬ জন ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র ও চিকিৎসা সহায়তা প্রয়োজন এমন রোগীদের মাঝে এ অনুদান বিতরণ করা হয়। অনুদান হিসেবে প্রত্যেককে চার হাজার পাঁচশত টাকা করে প্রদান করা হয়েছে।অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন, উপজেলা ভূমি কর্মকর্তা আহসানুল আলম এবং উপজেলা সমাজসেবা সহকারী কর্মকর্তা সঞ্জিব ভূঁইয়া।অনুদানপ্রাপ্ত মছুর জানান, তার স্ত্রী আগুনে দগ্ধ হওয়ায় অর্থাভাবে চিকিৎসা করাতে পারছিলেন না। উপজেলা নির্বাহী কর্মকর্তার দেওয়া এই অনুদান তার স্ত্রীর চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো সমাজসেবার মূল উদ্দেশ্য। এই আর্থিক সহায়তা রোগীদের চিকিৎসা ব্যয় কিছুটা হলেও লাঘব করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান