সোনারগাঁয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা
মাল্টিমিডিয়া রিপোর্টার : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আল জিনাত।৮ ডিসেম্বর সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষ “অর্কিড”-এ অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এশিয়ান টিভির ডিজিটাল মাল্টিমিডিয়া রিপোর্টার মইন আল হোসাইন ভুইঁয়া, এশিয়ান টিভির সোনারগাঁও প্রতিনিধি পনির ভুঁইয়া, বিজয় টিভির স্টাফ রিপোর্টার অনিক, নন্দিত টিভির জেলা প্রতিনিধি নুরনবি, আনন্দ টিভির সোনারগাঁও প্রতিনিধি মাজহারুল ইসলাম, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আল-আমীন তুষারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আসিফ আল জিনাত বলেন, “সাংবাদিকরা সমাজের চোখ ও কান। সাংবাদিকদের মাধ্যমে প্রশাসন ও সাধারণ মানুষ অনেক অজানা তথ্য জানতে পারে।”তিনি বলেন, সঠিক তথ্য তুলে ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সাংবাদিকতার মূল নীতি—এটি বজায় রাখলে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে আস্থা আরও বাড়বে। সোনারগাঁয়ের সার্বিক উন্নয়নকাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন নবাগত ইউএনও।তিনি আরও বলেন, “প্রশাসন ও গণমাধ্যম পরস্পরের সহযোগী শক্তি। সবাই মিলে কাজ করলে সোনারগাঁকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।