• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ১০:০৮:৪৫ (19-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ১০:০৮:৪৫ (19-Sep-2024)
  • - ৩৩° সে:

নরসিংদী কারাগার থেকে পালানো জঙ্গি সোনারগাঁওয়ে গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নরসিংদী জেলা কারাগারে হামলার পর পালিয়ে যাওয়া নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য ফারুক আহমেদকে (৪৩) নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে গ্রেফতার করা হয়েছে।২৫ জুলাই বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জে আদমজীনগরে র‍্যাব-১১ এর সদর দফতরে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা এই তথ্য জানান।এর আগে বুধবার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের প্রেমের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।গ্রেফতার ফারুক আহমেদ নরসিংদীর মাদবদী থানার নুরালাপুর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। সে নরসিংদী জেলা কারাগারে ২৮ মাস বন্দী ছিলো।জানা যায়, ফারুক আহমেদকে ২০২২ সালে ২৪ মার্চ সিলেটে অভিযান চলিয়ে গ্রেফতার করে র‍্যাব। সে জঙ্গি তৎপরতায় জড়িত বলে আদালতে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।গত ১৯ জুলাই কোটাপদ্ধতি সংস্কার আন্দোলন চলাকালে নরসিংদী জেলা কারাগারে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। হামলাকারীরা কারাগারের ভেতরে ঢুকে সেলের তালা ভেঙে ফেলে।‌‌ সেসময় কারাবন্দি ৯ জঙ্গিসহ ৮২৬ কয়েদি পালিয়ে যান। এদের একজন ছিলেন ফারুক। আসামি ফারুক দুই দিন বোনের বাসায় থাকার পর ২২ জুলাই সোনারগাঁওয়ে প্রেমের বাজার এলাকায় আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করলে সেখান থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান