• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই বৈশাখ ১৪৩১ দুপুর ০২:৫১:৪৩ (28-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১৫ই বৈশাখ ১৪৩১ দুপুর ০২:৫১:৪৩ (28-Apr-2024)
  • - ৩৩° সে:

কাঁচপুরে ছিনতাই করে পালানোর সময় ছিনতাইকারী আটক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার কাঁচপুর এলাকায় মনোহরদী পরিবহনে মো. মমিন হোসেন নামে এক ব্যক্তির কাছ থেকে সাড়ে ছেচল্লিশ হাজার টাকা ছিনতাই করে পালানোর সময় একজনকে আটক করেছে জনতা। পরে তাকে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।২০ মার্চ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাঁচপুর স্ট্যান্ডের সামনে থেকে তাকে আটক করা হয়।আটক ছিনতাইকারী হলো মো. মোক্তার হোসেন (৩২)।  কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম বলেন, বুধবার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে মো. মমিন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাঁচপুর স্ট্যান্ডের সামনে ঢাকা প্রবেশ মুখে মনোহরদী পরিবহন করে ঢাকা ইসলামপুর যাচ্ছিলেন। এসময় যাত্রী সেজে মোক্তার হোসেন মমিনের শরীরে বমি করে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় মমিনের চিৎকার করলে বাসের সকল যাত্রী ছিনতাইকারিকে ধরে পুলিশে দেয়।তিনি আরও বলেন, ভিকটিমের চিৎকারে কাঁচপুর হাইওয়ে পুলিশের টহলরত টিমের টিএসআই নাজমুল ঘটনাস্থলে উপস্থিত হয়ে টাকা ছিনতাইকালে একজন ছিনতাইকারিকে হাতেনাতে আটক করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর ছিনতাইকারী পালিয়ে যায়।এ ঘটনায় ভিকটিমের অভিযোগের পরিপ্রেক্ষিতে কাঁচপুর হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়।পালিয়ে যাওয়া ছিনতাইকারিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান