• ঢাকা
  • |
  • সোমবার ২২শে আষাঢ় ১৪৩২ ভোর ০৫:৪২:৪৫ (07-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২২শে আষাঢ় ১৪৩২ ভোর ০৫:৪২:৪৫ (07-Jul-2025)
  • - ৩৩° সে:

সোনারগাঁয়ে ১০ হাজার বৃক্ষ রোপণের উদ্যোগ ডিসির

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: প্রাচ্যের ডান্ডি হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের প্রাচীন ঐতিহ্য ফিরিয়ে আনতে গ্রীন এন্ড ক্লিন-কর্মসূচির অংশ হিসেবে জেলাজুড়ে এক লাখ গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।এরই অংশ হিসেবে ২৯ জুন রোববার সোনারগাঁয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনভর সবুজের ঘেরা সোনারগাঁ গড়তে বৃক্ষ রোপণ ও উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে। এ উপজেলায় বিভিন্ন জায়গায় ১০ হাজার বৃক্ষ রোপণ করা হবে বলে জানা গেছে।বৃক্ষ রোপণের আগে আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়েবসাইট উদ্বোধন ও চলতি অর্থ বছরের উপজেলার বার্ষিক উন্নয়ন তহবিল থেকে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল ওয়ারেছ আনসারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, সহকারী কমিশনার (ভূমি কাচঁপুর সার্কেল) সেগুফতা মেহনাজ, উপজেলা প্রকৌশলী আলমগীর চৌধুরী। 

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান