বামনায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
বামনা (বরগুনা) প্রতিনিধি: ‘জুলাই পুনর্জাগরণ-২০২৫’ উপলক্ষে দেশের উপকূলীয় জেলা বরগুনার বামনা উপজেলায় চিকিৎসা বঞ্চিত সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী।২৮ জুলাই সোমবার সকাল ১০টা থেকে এই চিকিৎসা সেবা দেওয়া হয়।খুলনা নৌ-অঞ্চলের অধীনস্থ বামনা আসমাতুন্নেসা পাইলট বালিকা বিদ্যালয়ের হলরুমে এ চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়। সেবা দেওয়া হয় প্রায় ৩০০ নারী, পুরুষ ও শিশুকে। দিনব্যাপী এ আয়োজনে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই অঞ্চলের চিকিৎসা সুবিধা সীমিত হওয়ায় এমন একটি উদ্যোগ তাদের জন্য অনেক বড় সহায়তা হিসেবে এসেছে। তারা বলেন, ‘নৌবাহিনীর এমন মানবিক উদ্যোগ আমাদের জীবনে আশার আলো দেখায়। আমরা কৃতজ্ঞ।’বাংলাদেশের উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদানে নিয়মিতভাবে নৌবাহিনী বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও বাংলাদেশ নৌবাহিনীর এই ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায়।