• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই আশ্বিন ১৪৩০ সকাল ১০:৩১:৪২ (02-Oct-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১৭ই আশ্বিন ১৪৩০ সকাল ১০:৩১:৪২ (02-Oct-2023)
  • - ৩৩° সে:

সাঘাটায় প্রেমিকের বাড়িতে গার্মেন্ট কর্মীর অনশন

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের যাদুরতাইড় (পশ্চিম পাড়া) গ্রামে ১ অক্টোবর রোববার বিয়ের দাবিতে প্রেমিকের বাডড়িতে গার্মেন্টস কর্মী শাহিনুর খাতুন দুই দিন ধরে অনশন করেছেন।শাহিনুর খাতুন জানান, গাজীপুরে এক সাথে গার্মেন্টে কাজ করার সুবাদে যাদুরতাইড় গ্রামের আইনুল হকের ছেলে আল আমিন ওরফে এলিনের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে আল আমিন তাকে রেজিস্ট্রি ছাড়া মৌলভী ডেকে বিয়ে করেন। বিয়ের পর গাজীপুর এলাকায় বাসা ভাড়া করে দুই মাস সংসার করেন তারা। এর পর হঠাৎ একদিন আল আমিন কৌশলে তার নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে সটকে পড়ে। নিরুপায় হয়ে ভুক্তভোগী গার্মেন্ট কর্মী শাহিনুর আল আমিনের গ্রামের বাড়িতে আসেন।শাহিনুরকে দেখে আল আমিনের পরিবারের লোকজন ঘরে তালাবদ্ধ করে সটকে পড়ে।প্রেমিকের বাড়িতে অনশনের ঘটনা দেখতে এলাকার নারী-পুরুষ আল আমিনের বাড়িতে ভিড় জমাচ্ছে। গার্মেন্টস কর্মী শাহিনুরের বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায়।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান



ASIAN TV