• ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ সকাল ১১:৩৭:৩৮ (27-Jul-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ সকাল ১১:৩৭:৩৮ (27-Jul-2024)
  • - ৩৩° সে:

সাঘাটা-ফুলছড়িতে ৫০ ভাগ মানুষ পানিবন্দি: মাহমুদ হাসান রিপন

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: জাতীয় সংসদের গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে হবে, এটি আমাদের চ্যালেঞ্জ ও মূল লক্ষ্য। আজকে বন্যায় সাঘাটা ও ফুলছড়ি উপজেলায়, প্রায় ৫০ ভাগ মানুষ পানির নিচে। কিন্তু ত্রাণ নিয়ে কোন হাহাকার নেই, পর্যাপ্ত ত্রাণ আছে।৯ জুলাই মঙ্গলবার দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলা অডিটোরিয়াম হল রুমে এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদফতর। সমাজসেবা অধিদফতরের অধীনে কৃষকদের মাঝে আমন ধানের বীজ, সার, ক্যান্সার রোগীদের চেক এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।পরে  সাঘাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলী আয়োজিত বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট  সামশীল আরেফিন টিটু, সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মন, সাঘাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোস্তম আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা, সাঘাটা থানা অফিসার ইনচার্জ মমতাজুল হক।এছাড়া, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সাদেকুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার মশিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুণ্ডু, সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান