• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে আশ্বিন ১৪৩১ রাত ০১:৫৭:৫৭ (10-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে আশ্বিন ১৪৩১ রাত ০১:৫৭:৫৭ (10-Oct-2024)
  • - ৩৩° সে:

জোকস: এ ঋণ আমি কোনদিন শোধ করতে পারবো না!

আবুল-হাবুল: ১আবুল আর হাবুল খুব ঘনিষ্ঠ বন্ধু। একদিন তারা দুজনে আড্ডা দিচ্ছিলো….আবুল: বন্ধু আমাকে ১০০০ টাকা ধার দিবি? ৭দিন পরেই ফেরত দিয়ে দেবো।হাবুল: এই নে ১০০০ টাকাআবুল: টাকা হাতে পেয়ে, দোস্ত তুই আমার অনেক বড় উপকার করলি। তোর এ ঋণ আমি কোনদিন শোধ করতে পারবোনা!এদিকে ২ মাস পার হয়ে গেছে, কিন্তু আবুল আর টাকা ফেরত দেয় না হাবুলকে। বাধ্য হয়ে হাবুল টাকা ফেরত চায় আবুলের কাছে...হাবুল: কিরে আবুল আমার টাকাটা তো আর ফেরত দিলি না!আবুল: কিসের টাকা?হাবুল: ২ মাস আগেই না ১০০০ টাকা নিলি, এর মধ্যে সব ভুলে গেছিস? আবুল: আরে না, ভুলবো কোন? তোকে না টাকা নেয়ার সময়ই বলছি তোর এই ঋণ আমি কোন দিন শোধ করতে পারবোনা! এই টাকা তুই আর ফেরত পাবি না।জোকস পাঠিয়েছেন: টিএম রোমিও, বাগেরহাট থেকে।