কুলিয়ারচরে কাবাডি খেলাকে ঘিরে উৎসবের আমেজ
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ঢোল-বাদ্য বাজিয়ে দর্শকদের আনন্দ-উল্লাসের মধ্য দিয়েই টানটান উত্তেজনা নিয়ে চলছিলো খেলা। চারদিকে হাজার হাজার দর্শক। প্রাথমিক বিদ্যালয়ের ছাদ, বারান্দা, মাঠ, রাস্তাঘাট সব জায়গায় কানায় কানায় পরিপূর্ণ দর্শক।শিশু থেকে শুরু করে এলাকার বয়স্ক মানুষসহ সববয়সী দর্শকের উপস্থিতিতে চলছিলো খেলাটি। তবে এটি ফুটবল বা ক্রিকেট খেলা নয়, এটি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা। হারিয়ে যেতে বসা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলার আসর বসেছিল কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের পশ্চিম আব্দুল্লাহপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে।৪ আগস্ট শুক্রবার বিকেলে সাইফুল ইসলাম শরীফ একতা যুব সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয় খেলাটি।নরসিংদী বেলাবো উপজেলার বিন্নাবাইদ ইউনিয়ন কাবাডি দল বনাম গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন কাবাডি দলের মধ্যকার টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে উৎসবমুখর হয়ে উঠেছিল গোটা জনপদ।ফাইনাল খেলায় হাড্ডা-হাড্ডি লড়াই হয়। তবে শেষ পর্যন্ত রেফারির এক সিদ্ধান্তকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার কারণে ফলাফল ঘোষণা স্থগিত করে দেওয়া হয়েছে।