• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা মাঘ ১৪৩২ বিকাল ০৪:৩৩:৫১ (16-Jan-2026)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে ডিবি পুলিশের অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীতে ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে এক হাজার ২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫ গ্রাম হেরোইন।গ্রেফতাররা হলেন সৈয়দপুর উপজেলার মিস্ত্রিপাড়া গ্রামের খুরশিদ (৩২) ও মাহতাব আলম (৩৫)। দীর্ঘদিন ধরে তারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক বেচাকেনা করে আসছিলেন।পুলিশ জানায়, ১০ জানুয়ারি শনিবার রাতে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামের নির্দেশে অভিযান চালানো হয়। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি.) মো. মতলুবর রহমান এতে নেতৃত্ব দেন।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান